Sushmita Sen: সুস্মিতার সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে অকপট রোহমন, ফের প্রেম করছেন তাঁরা?
Rohman Shawl on Sushmita Sen: সাত বছরের বন্ধুত্ব, সুস্মিতাকে নিয়ে আবেগপ্রবণ রোহমান

কলকাতা: বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) এবং রোহমান শল (Rohman Shawl)-এর সম্পর্ক নিয়ে বলিউডে বিস্তর চর্চা ছিল। একটা সময়ে সম্পর্কে ছিলেন তাঁরা। তাঁদের জুটি নজর কাড়ত সবারই। কিন্তু ২০২১ সালে সুস্মিতা ও রোহমান, দুজনেই তাদের বিচ্ছেদের কথা কথা ঘোষণা করেন। যদিও, গত কয়েক মাস ধরে সুস্মিতা এবং রোহমানকে আবার একসঙ্গে দেখা যাচ্ছিল। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছিলেন, তাঁদের ২ জনের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। ফের সম্পর্কে রয়েছেন তাঁরা। তবে এবার রোহমান মুখ খুলে জানিয়ে দিলেন, তাঁর ও সুস্মিতার সম্পর্কের আসল সত্যিটা কী?
রোহমান শল আজ সুস্মিতা সেনের সঙ্গে তাদের সম্পর্কের ৭ম বার্ষিকী উদযাপন করছেন। তিনি ইনস্টাগ্রামে অভিনেত্রীর সঙ্গে একটি রোমান্টিক ছবি শেয়ার করেছেন এবং এর সঙ্গে একটি আবেগপূর্ণ পোস্টও লিখেছেন। আর সেই পোস্টেই তিনি নিশ্চিত করেছেন যে, তিনি এবং সুস্মিতা আর প্রেমিক-প্রেমিকা নন এবং তাদের মধ্যে এখন শুধু বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।
View this post on Instagram
'কিছু গল্প সম্পর্কের নামের চেয়েও বেশি কিছু...'
রোহমান শল সুস্মিতা সেনের সঙ্গে একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি অভিনেত্রীকে জড়িয়ে ধরে রয়েছেন। এর সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন- 'আজ ৭ বছর হল। কিছু কিছু গল্প তাদের শিরোনামকে ছাপিয়ে যায়, কিন্তু সেই সম্পর্কের অর্থকে কখনও ছাপিয়ে যায় না। আমি তোমাকে দাবা খেলা শিখিয়েছিলাম, আর এখন তুমি আমাকে নির্মমভাবে হারাও। তুমি আমাকে সাঁতার কাটতে শিখিয়েছ, জলকে ভয় পাওয়া একটা মানুষকে গভীর জলে টেনে এনে নামিয়েছো (মানসিকভাবে এবং আক্ষরিক অর্থেও) এবং আমি কীভাবে তোমাকে সেরা হেয়ারকাটের জন্য ধন্যবাদ জানাব?'
সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে সোজাসাপ্টা রোহমান
রোহমান আরও লিখেছেন- 'আমরা ভূমিকা পরিবর্তন করেছি, ভয় পরিবর্তন করেছি এবং ক্ষমতা পরিবর্তন করেছি, চেকমেট আর গভীর শেষের মধ্যে আমরা এমন একটি সম্পর্ক খুঁজে পেয়েছি যা কোনও নামের চেয়েও বেশি সময় ধরে চলেছিল। প্রেমিক-প্রেমিকা নই, অপরিচিতও নই, আরও কিছুটা নরম এবং বিরল! তুমি সবসময় আমার নিরাপদ আশ্রয় ছিলে এবং কোথাও না কোথাও এখনও আছো। আমাদের মধ্যে যে প্রেম ছিল এবং যে শান্ত বন্ধুত্ব বজায় ছিল, তার জন্য আমি কৃতজ্ঞ।'






















