এক্সপ্লোর
৫০ কোটি টাকা ছিল সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কোথায় গেল এত টাকা! মুম্বই পুলিশকে প্রশ্ন বিহার পুলিশের
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে বিহার ও মুম্বই পুলিশের সংঘাত চরমে। বিহার পুলিশ দাবি করছে মুম্বই পুলিশ তদন্তে সহযোগিতা করছে না।আবার মুম্বই পুলিশের দাবি, বিহার পুলিশ কোনও নিয়ম মানছে না!
![৫০ কোটি টাকা ছিল সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কোথায় গেল এত টাকা! মুম্বই পুলিশকে প্রশ্ন বিহার পুলিশের Rs 50 cr withdrawn from Sushant Singh Rajput s account! Claims Bihar Police, Seeks Answer From Mumbai Police ৫০ কোটি টাকা ছিল সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কোথায় গেল এত টাকা! মুম্বই পুলিশকে প্রশ্ন বিহার পুলিশের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/23220448/sushantssr.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে বিহার ও মুম্বই পুলিশের সংঘাত চরমে। বিহার পুলিশ দাবি করছে মুম্বই পুলিশ তদন্তে সহযোগিতা করছে না।
আবার মুম্বই পুলিশের দাবি, বিহার পুলিশ কোনও নিয়ম মানছে না! এরইমধ্যে বিহার পুলিশের ডিজিপি অভিযোগ করেছেন, মুম্বই পুলিশ তদন্তে সুশান্তের অর্থনৈতিক বিষয়টিই খতিয়ে দেখছে না।
বিহার পুলিশের দাবি, গত চার বছরে অভিনেতার অ্যাকাউন্ট থেকে ৫০ কোটি টাকা জমা পড়ে। গত এক বছরেই ওই অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছিল ১৭ কোটি টাকা!
বিহার পুলিশের দাবি, “সুশান্তের অ্যাকাউন্টে জমা পড়েছিল প্রায় ৫০ কোটি টাকা। কিন্তু আশ্চর্যজনকভাবে তা থেকে তুলে নেওয়া হয়েছিল প্রায় সব টাকাই। গতবছর ওই অ্যাকাউন্ট জমা পড়েছিল ১৭ কোটি, তার থেকে ১৫ কোটি টাকা তুলে নেওয়া হয়। এটা কি তদন্তের ক্ষেত্রে একটা দিকনির্দেশক নয়? বিহার পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্তের গভীরে যাবে। তারা প্রয়োজনে মুম্বই পুলিশের কাছেও জানতে চাইবে, কেন এমন একটি বিষয়কে গুরুত্ব দিয়ে দেখা হল না?
তাছাড়া বিহার পুলিশের ডিজিপি অভিযোগ করেন, তদন্তের জন্য রবিবার রাতে বিহার পুলিশের আইপিএস অফিসার বিনয় তিওয়ারি মুম্বই পৌঁছন। এরপরই তাঁকে বহন্মমুম্বই পুরসভার তরফে জোর করে কোয়ারেনটিন করা হয়েছে!
অন্যদিকে সাংবাদিক বৈঠকে মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংহ দাবি করেন, সুশান্তের অর্থনৈতিক চাপ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যাদি খতিয়ে দেখা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, ‘তদন্তে নেমে জানতে পারি, সুশান্তের অ্যাকাউন্টে ১৮ কোটি টাকা ছিল। তার মধ্যে এখনও সাড়ে চার কোটি টাকা অ্যাকাউন্টেই পড়ে রয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে সরাসরি রিয়ার অ্যাকাউন্টে কোনও লেনদেন হয়নি। বিষয়টি খতিয়ে দেখছি আমরা।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)