Rudra Film Twitter Review: কেমন হল অজয় দেবগনের 'রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস'? কী প্রতিক্রিয়া নেট দুনিয়ার?
'রুদ্র দ্য এজ অফ ডার্কনেস' ছবি দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ হল অভিনেত্রী রাশি খন্নারও। প্রথমবার অজয় দেবগনের সঙ্গে দেখা গেল তাঁকে। অভিনেত্রীর অসাধারণ পারফরম্যান্সে খুশি নেট নাগরিকরা।
মুম্বই: বড় পর্দার পাশাপাশি এবার ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ হল সুপারস্টার অজয় দেবগনের (Ajay Devgn)। 'রুদ্র- দ্য এজ অফ ডার্কনেস' (Rudra: The Edge of Darkness) ছবি দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ হল তাঁর।
তিনি পর্দায় আসা মানেই অন্য স্বাদের কিছু দেখার জন্য অপেক্ষা করে থাকেন দর্শকেরা। কখনও তাঁকে দেখা যায় 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' ছবিতে 'সুলতান মির্জা'র চরিত্রে। আবার কখনও হালের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির রহিম লালার চরিত্রে। সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ছবি 'রুদ্র- দ্য এজ অফ ডার্কনেস' ছবিটিকে ঘিরেও তেমনই প্রত্যাশা ছিল দর্শকের। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় এটি। অজয় দেবগনের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন এষা দেওল এবং রাশি খন্না। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরও বেশ কিছু তাবড় অভিনেতা। সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর থেকেই নেট দুনিয়ায় প্রতিক্রিয়া দিচ্ছেন নেট নাগরিকরা।
আরও পড়ুন - Bedhadak Film Update: থামেনি স্বজনপোষণের অভিযোগ, ফের কর্ণের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ এই স্টার কি়ডের
'রুদ্র- দ্য এজ অফ ডার্কনেস' দেখার পর এক নেট নাগরিক প্রতিক্রিয়ায় লিখেছেন, 'অসাধারণ কাস্টিং। অসাধারণ সমস্ত অভিনেতাদের জন্যই এই ক্রাইম থ্রিলার দেখা যায়। অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'রুদ্র দ্য এজ অফ ডার্কনেস-এর সবকটা এপিসোড দেখে ফেললাম। অজয় দেবগন যে চরিত্রে অভিনয় করেছেন, তা এক কথায় দুর্দান্ত। আমি প্রেমে পড়ে গিয়েছি ওঁর অভিনয়ে। এছাড়াও রাশি খন্নার অভিনয় দুর্দান্ত।'
'রুদ্র দ্য এজ অফ ডার্কনেস' ছবি দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ হল অভিনেত্রী রাশি খন্নারও (Rashi Khanna)। প্রথমবার অজয় দেবগনের সঙ্গে দেখা গেল তাঁকে। অভিনেত্রীর অসাধারণ পারফরম্যান্সে খুশি নেট নাগরিকরা।
আরও পড়ুন - Bollywood Celebrities Update: দুই বোনের বেবো-লোলো নামের মানে কী? জানালেন করিনা