Bollywood Gossip: সম্পর্কের গুঞ্জনে সিলমোহর? আদিত্যর বাহুলগ্না অনন্যা, লিসবন থেকে ছবি ভাইরাল 'চর্চিত' জুটির
Aditya and Ananya: পাপারাৎজির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে লিসবনের রাস্তায় একান্তে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন আদিত্য ও অনন্যা। আদিত্যর বাহুডোরে আবদ্ধ অনন্যা, দেখছেন লিসবনের প্রাকৃতিক সৌন্দর্য্য।
নয়াদিল্লি: বলিউডে (Bollywood Gossip) কান পাতলেই অনন্যা পাণ্ডে (Ananya Panday) ও আদিত্য রায় কপূরের (Aditya Roy Kapoor) প্রেমের গুঞ্জন শোনা যায়। বেশ কিছু মাস ধরেই এই খবর উঠেছে শিরোনামে। তবে এখনও পর্যন্ত আদিত্য বা অনন্যা কেউই এই ব্যাপারে মুখ খোলেননি। কৃতী শ্যাননের (Kriti Sanon) দীপাবলির অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়, সেই থেকেই জল্পনার শুরু। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁদের একসঙ্গে ছবি। স্পেনে (Spain) রয়েছেন এই চর্চিত জুটি।
একসঙ্গে ফ্রেমবন্দি অনন্যা-আদিত্য, তাহলে কি সত্যিই প্রেম করছেন এই জুটি?
গতবছর কৃতী শ্যাননের বাড়িতে দীপাবলি উপলক্ষ্যে হাজির হয়েছিলেন বলিউডের তাবড় তারকারা। সেখানেই একসঙ্গে দেখা গিয়েছিল আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডেকে। সেই থেকে শুরু হয়েছে তাঁদের প্রেমের জল্পনা।
কেউই এই নিয়ে মুখ না খুললেও এই জল্পনার মাঝেই দুইজনেই একই কনসার্ট থেকে ছবি পোস্ট করেছেন। স্পেনে রয়েছেন তারকা জুটি। সেখানে একসঙ্গে কনসার্টে গিয়েছিলেন বোঝা যাচ্ছে তাঁদের পোস্ট দেখেই। এখানেই শেষ নয়। এই জল্পনা আরও উস্কে দিয়ে অনন্যা ও আদিত্য একসঙ্গে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন লিসবনে। একসঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন দুই জনে, বেশ বোঝা যাচ্ছে।
View this post on Instagram
জনপ্রিয় পাপারাৎজি মানব মঙ্গলানির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে লিসবনের রাস্তায় একান্তে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন আদিত্য ও অনন্যা। আদিত্যর বাহুডোরে আবদ্ধ অনন্যা, দেখছেন লিসবনের প্রাকৃতিক সৌন্দর্য্য। পর্তুগালে কিছু অনুরাগীদের সঙ্গেও পোজ দিয়েছেন বলে মনে করা হচ্ছে। অনন্যাকে দেখা যাচ্ছে সাধারণ একটি কালো স্ট্র্যাপি ম্যাক্সি ড্রেসে। মাথায় চুল তুলে খোঁপা করা। অন্যদিকে আদিত্য রায় কপূরকে দেখা গেল চারকোল গ্রে টি-শার্ট ও কালো শর্টস পরে।
আরও পড়ুন: Bengali Serial: তারাকে বাঁচাতে গিয়ে গৌরীর মৃত্যু! সফর শেষ নায়িকার?
উল্লেখ্য, কাজের ক্ষেত্রে সম্প্রতি মুক্তি পেয়েছে আদিত্য রায় কপূরের ওয়েব সিরিজ 'দ্য নাইট ম্যানেজার সিজন ২'। এরপর তাঁকে দেখা যাবে অনুরাগ বসুর 'মেট্রো... ইন দিনো'। অন্যদিকে অনন্যা পাণ্ডের হাতে রয়েছে বিক্রমাদিত্য মোটওয়ানের সাইবার ক্রাইম থ্রিলার যার নাম এখনও ঠিক হয়নি। অন্যদিকে ফারহান আখতারের 'খো গয়ে হম কাহাঁ' ও 'ড্রিম গার্ল'ও রয়েছে তাঁর ঝুলিতে। কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে অনন্যাকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন