![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Runway 34: 'রানওয়ে ৩৪' ছবির মোশন পোস্টার মুক্তি পেল, অজয়-অমিতাভের লুকে চমক
আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা অজয় দেবগন তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'রানওয়ে ৩৪'-এর দুটি মোশন পোস্টার পোস্ট করেছেন। একটি তাঁর। অন্যটি অমিতাভ বচ্চনের।
![Runway 34: 'রানওয়ে ৩৪' ছবির মোশন পোস্টার মুক্তি পেল, অজয়-অমিতাভের লুকে চমক Runway 34: Ajay Devgn unveils motions posters of Rakul Preet Singh, Amitabh Bachchan from the thriller, know in details Runway 34: 'রানওয়ে ৩৪' ছবির মোশন পোস্টার মুক্তি পেল, অজয়-অমিতাভের লুকে চমক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/12/f2cddf05d301ddc05479a7bc0192a242_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে 'রানওয়ে ৩৪' (Runway 34)। অজয় দেবগন (Ajay Devgn), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) অভিনীত এই ছবির আজ মোশন পোস্টার মুক্তি পেল। এই ছবিতে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ছবিটি দেখার জন্য। মোশন পোস্টার মুক্তি পাওয়ার পরই কমেন্টে এমনই কথা বলেছেন নেট নাগরিকরা।
আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা অজয় দেবগন তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'রানওয়ে ৩৪'-এর দুটি মোশন পোস্টার পোস্ট করেছেন। একটি তাঁর। অন্যটি অমিতাভ বচ্চনের। দুটি মোশন পোস্টারেই কিছু ছবি আর তার ব্যাকগ্রাউন্ডে নানা কথা শোনা যাচ্ছে। 'রানওয়ে ৩৪' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগন, অমিতাভ বচ্চন এবং রকুলপ্রীত সিংহকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বোমান ইরানিকে।
আরও পড়ুন - Radhe Shyam Twitter review: কেমন হল প্রভাসের 'রাধে শ্যাম'? ছবি দেখে কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছোট্ট ভিডিও ক্লিপ পোস্ট করেন অজয় দেবগণ। সেখানে অজয়ের সঙ্গে ছিলেন তাঁর সহ-অভিনেতা বোমান ইরানি ও ছবির গোটা টিম। সকলে মিলে একসঙ্গে সেখানে ছবির শ্যুটিং 'র্যাপ আপ' ঘোষণা করেন। আর তারপরই আজব কাণ্ড। হঠাৎ দেখা গেল সকলেই কামড় বসালেন আসল 'র্যাপ'-এ (Wrap)। আসলে একটি বিশেষ ধরনের খাবারের নাম 'র্যাপ'। সাধারণত সবজি, মেয়োনিজ বা চিজ, চিকেন ইত্যাদি দিয়ে সেটিকে রুটির মতো কিছু দিয়ে পাকিয়ে দেওয়া হয় অর্থাৎ 'র্যাপ' করে দেওয়া হয়। এই কারণেই ওই খাবারটিকে 'র্যাপ' বলে। 'আমরা ফ্লাইটের খাবারকে একটু বেশি সিরিয়াস নিয়েছি! "রানওয়ে ৩৪"- শ্যুটিং 'র্যাপ' হল। আপনাদের সঙ্গে দেখা হবে প্রেক্ষাগৃহে...'। এমনই ক্যাপশনে ভিডিও পোস্ট করেন অজয় দেবগণ। ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী রকুল প্রীত সিংহও (Rakul Singh)। তিনি যদিও এই 'র্যাপ আপ' ভিডিওয় উপস্থিত ছিলেন না। তাই পোস্টে কমেন্ট করে লেখেন, 'আমি 'র্যাপ'টা মিস করলাম! কিন্তু টিমের হয়ে প্লেন ধরে নিয়েছি যদিও।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)