Runway 34 OTT Release: প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে অজয় দেবগণের 'রানওয়ে ৩৪', কোথায় দেখা যাবে?
Runway 34 OTT Release: ছবিতে অজয় দেবগণ ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রকুলপ্রীত সিংহ, বোমান ইরানি, অঙ্গীরা ধর, আকাঙ্ক্ষা সিংহ প্রমুখ।
মুম্বই: প্রেক্ষাগৃহে অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি 'রানওয়ে ৩৪' (Runway 34) দেখার সুযোগ হয়নি? কোনও ব্যাপার নয়। এবার ওটিটিতে (OTT Platform) দেখা যাবে এই ছবি। কোথায় কবে থেকে দেখা যাচ্ছে এই ছবি? জেনে নিন বিস্তারিত।
ওটিটি প্ল্যাটফর্মে এবার 'রানওয়ে ৩৪'
ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয়ে মুক্তি পেল অজয় দেবগণের 'রানওয়ে ৩৪'। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি আবর্তিত হয়েছে ক্যাপ্টেন বিক্রান্ত খান্নাকে ঘিরে।
২৭ মে থেকে প্রাইম ভিডিওতে ছবিটি ভাড়া নেওয়ার প্রাথমিক সুযোগ মিলবে। যাঁদের প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশন আছে এবং যাঁদের নেই, তাঁরা প্রত্যেকেই ছবিটি ১৯৯ টাকায় ভাড়া নিয়ে দেখতে পারেন।
গতকালই একটি ভিডিও পোস্ট করে অভিনেতা অজয় দেবগণ স্বয়ং এই খবর দিয়েছেন। যাঁদের এখনও এই ছবি দেখা হয়নি, কিন্তু দেখতে চান, তাঁরা এখনই ঢুঁ মারতে পারেন অ্যামাজন প্রাইম ভিডিওয়।
View this post on Instagram
ছবিতে অজয় দেবগণ ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রকুলপ্রীত সিংহ, বোমান ইরানি, অঙ্গীরা ধর, আকাঙ্ক্ষা সিংহ প্রমুখ।
আরও পড়ুন: Kartik Aaryan: কলকাতায় কার্তিক আরিয়ান, হাওড়া ব্রিজে ট্যাক্সির মাথায় চড়ে বললেন 'আমি যে তোমার'