Rupanjana Mitra: সেরেছেন বিয়ে, সদ্য মুক্তি প্রাপ্ত ছবিও সফল, তবুও শোকের ছায়া রূপাঞ্জনার জীবনে!
Rupanjana Mitra Post: ২০০৯ সালের ২৬ জানুয়ারি প্যারিসের জন্ম হয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করে ১১ অগাস্ট, ২০২৪। অভিনেত্রীর পোস্টে দুঃখ প্রকাশ করেন অপর অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।
কলকাতা: মাস চারেক আগে সেরেছেন বিয়ে। চলতি মাসের শুরুতে মুক্তি পেয়েছে নতুন ছবি। ধারাবাহিকও চলছে দারুণ গতিতে। তা সত্ত্বেও শোকের ছায়া রূপাঞ্জনা মিত্রের (Rupanjana Mitra) পরিবারে। প্রিয়জনকে চিরতরে হারালেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন সেই কথা। প্রিয় পোষ্যকে হারালেন অভিনেত্রী (Pet Death)।
প্রিয় পোষ্যকে হারালেন রূপাঞ্জনা মিত্র
সোশ্যাল মিডিয়ায় পোষ্য প্যারিসের ছবি পোস্ট করেন রূপাঞ্জনা। ক্যাপশনে জানালেন তার মৃত্যুর কথা। এদিন অভিনেত্রী লেখেন, 'আজ, আমি আমার প্রিয় প্যারিসকে বিদায় জানালাম, যে আমার সঙ্গে ছিল সুন্দর ১৫টা বছর ধরে। শুধু পোষ্যর থেকে অনেক বেশি ছিল ও, আমার সর্বক্ষণের সঙ্গী ছিল, সারাক্ষণ শর্তহীন ভালবাসা ও আনুগত্যের সঙ্গে। প্যারিস, আমার মিষ্টি পাগ, তোকে কত মিস করব ভাষায় বোঝাতে পারব না, কিন্তু যে আনন্দ ও স্মৃতি আমার জীবনে তুই নিয়ে এসেছিলি তা চিরকাল আমার সঙ্গে থাকবে। শান্তিতে থাকিস, আমার ছোট্ট প্রিয় বন্ধু। আমি প্রচণ্ড ভালবাসি তোকে! আবার দেখা হওয়া পর্যন্ত।' সঙ্গে তিনি জানান পোষ্যের ভাল নাম প্যারিস হলেও আদর করে তার ডাকনাম রেখেছিলেন ফুন্টুবালা।
২০০৯ সালের ২৬ জানুয়ারি প্যারিসের জন্ম হয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করে ১১ অগাস্ট, ২০২৪। অভিনেত্রীর পোস্টে দুঃখ প্রকাশ করেন রোশনি ভট্টাচার্য। এছাড়াও রূপাঞ্জনার অনুরাগীরা শোকপ্রকাশ করেছেন তাঁর পোস্টে।
View this post on Instagram
চলতি বছরের ১৯ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ৬ বছরের সম্পর্কে পড়ে আইনি সিলমোহর। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। এছাড়া চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছে রাতুলের ছবি 'কালিয়াচক চ্যাপ্টার ১', যেখানে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে রূপাঞ্জনাকে। ছবিটি বক্স অফিসে ভালই সাড়া পেয়েছে। দর্শকের প্রশংসাও পেয়েছে। এত আনন্দের মাঝেও বিষাদের আবহ রূপাঞ্জনার জীবনে। প্রিয় পোষ্যকে হারানোর যন্ত্রণার সঙ্গে মোকাবিলায় অভিনেত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।