Saayoni Ghosh: বিমলার বেশে সায়নী, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন লুক
Saayoni Ghosh: অনীক দত্তের নতুন ছবি 'অপরাজিত'-তে জিতু কমলের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সায়নী ঘোষ। অপরাজিত-র স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে, চরিত্রের নাম বিমলা।
![Saayoni Ghosh: বিমলার বেশে সায়নী, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন লুক Saayoni Ghosh: Actress Saayoni Ghosh shares her look as Bimala in Aparajito Saayoni Ghosh: বিমলার বেশে সায়নী, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন লুক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/22/0202c845a3c7cc65762a651091d51a43_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ছবির নায়কের লুক নিয়ে শোরগোল পড়েছিল আগেই। আর এবার ছবি মুক্তির আগেই প্রকাশ্যে এল নায়িকার লুক। অনীক দত্তের নতুন ছবি 'অপরাজিত'-তে জিতু কমলের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সায়নী ঘোষ। অপরাজিত-র স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে, চরিত্রের নাম বিমলা। আজ সোশ্যাল মিডিয়ায় সাদায় কালোয় নিজেই নিজের লুক শেয়ার করে নিয়েছেন সায়নী।
বিমলার বেশে সায়নী
সোশ্যাল মিডিয়ায় নিজের মোট ৪টি ছবি শেয়ার করে নিয়েছেন সায়নী। প্রত্যেক ছবিতেই সায়নীর পরনে তাঁতের বা সিল্কের চওড়া পাড়ের শাড়ি, আলগা করে বাঁধা হাতখোঁপা আর নিতান্ত হালকা গয়না। কোনও ছবিতে আবার তাঁর গায়ে বা হাতে দেখা গেল শাড়ির ওপরে পরার শীতের পোশাক লম্বা কোট। ছবি শেয়ার করে সায়নী লিখেছেন, 'লুক প্রকাশ্যে। বিমলা হচ্ছে। সবপরিবারে অপরাজিত দেখুন। মুক্তি পাচ্ছে ১৩ মে।'
রাজনীতিতে যোগদানের পরে এই ছবির হাত ধরেই ফের রুপোলি পর্দায় ফিরছেন সায়নী। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখে অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর।
আরও পড়ুন: Debleena Bibriti: ২ বছর পুরনো ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দেবলীনাকে জন্মদিনের শুভেচ্ছা বিবৃতির
আজ সোশ্যাল মিডিয়ায় জিতুর সত্যজিৎ রায় হয়ে ওঠার গল্প শেয়ার করে নিয়েছেন নবনীতা। সোশ্যাল মিডিয়ায় নবনীতা লিখছেন, 'একটা লুকিয়ে থাকা খবর আজ না বললেই নয়। সবাই সবার দায়িত্ব পালন করেছেন এবং দারুন ভাবে ভালো করেছেন। তবে তুমি শুধু, “অন্যরা দারুন কাজ করেছেন”, এটাতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছো। এটা তো কথামৃতের তত্ত্ব। "আমিত্ব বর্জন করো", "তবে দাঁত থাকতে দাঁতের মর্ম না দিলে তুমি যে পস্তাবে"। হ্যাঁ, বিশেষ মানুষের আদল নিজের মধ্যে রপ্ত করতে নিজের দাঁত গুলোকেও ঘষে ঘষে, তার উপর ক্যাপ পরে,সেই বিখ্যাত মানুষের দাঁতগুলোর সমতুল্য করার চেষ্টাতেও পিছপা হওনি তুমি। আমি রক্ত সহ্য করতে পারি না, তাই ভিডিও কলের এপাশে আমাকে রাখলে, আর নিজে একা গেলে জেদে। যে যন্ত্রনা, যে ব্যথা সহ্য করতে দেখেছি, তা অচিরেই থেকে যাবে? দাঁতের ব্যথা, কি ব্যথা! সেটা যাদের হয় বা হয়েছে তারা জানে। বহু শিল্পী, শিল্পের স্বার্থে বহু আত্মত্যাগ করে এসেছেন, আমার মতে সেগুলোও সামনে আসা দরকার, খুবই দরকার। তাই, এই লুকোনো কথাটা তোমায় না জানিয়েই পোস্ট করলাম, তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও... "ছোট বলে অনেক কিছুই তো মেনে নাও, এটাও মেনে নিও সাহসী"। ১৩ই মে হাসি মুখটা সবাইকে দেখিও।' (অপরিবর্তিত)
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)