Debleena Bibriti: ২ বছর পুরনো ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দেবলীনাকে জন্মদিনের শুভেচ্ছা বিবৃতির
সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি তথাগত-বিবৃতি। তবে আজ সোশ্যাল মিডিয়ায় দেবলীনার সঙ্গে পুরনো ছবি শেয়ার করে বিবৃতি লিখেছেন, 'শুভ জন্মদিন পাখি দি'
কলকাতা: একসঙ্গে কাটানো মুহূর্তের কোলাজ। তবে সদ্য নয়, সেই স্মৃতি ২ বছরের পুরনো। সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবির স্মৃতি শেয়ার করে দেবলীনা দত্তকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee)।
সোশ্যাল মিডিয়ায় 'ভটভটি'-র শ্যুটিংয়ের সময়ের কিছু ছবি ২০২০ সালে শেয়ার করে দেবলীনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিবৃতি। এরপর ২০২১ সালে অবনতি হয় তথাগত-দেবলীনার সম্পর্কের। টলিপাড়ার কানোঘুষোয় শোনা গিয়েছিল, তথাগত-দেবলীনার মধ্যে সম্পর্কে ভাঙনের কারণ নাকি বিবৃতিই।
দেবলীনাকে বিবৃতির শুভেচ্ছা
সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি তথাগত-বিবৃতি। তবে আজ সোশ্যাল মিডিয়ায় দেবলীনার সঙ্গে পুরনো ছবি শেয়ার করে বিবৃতি লিখেছেন, 'শুভ জন্মদিন পাখি দি। ভটভটিয়ান বছর কাটুক।'
আরও পড়ুন: Nimrat Kaur: 'দশভি' ছবির জন্য কীভাবে ১৫ কেজি ওজন বাড়ান নিমরত কৌর?
দেবলীনাকে তথাগতর শুভেচ্ছা
অন্যদিকে, গুঞ্জন,বিরক্তি, তর্ক-বিতর্ক.. সব অন্যদিকে থাক। আজ তাঁর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী দেবলীনা দত্তের (Debleena Dutt) হাসিমুখের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন স্বামী তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)।
আজ সোশ্যাল মিডিয়ায় দেবলীনার একটি ঝকঝকে ছবি পোস্ট করেছেন তথাগত। ক্যাপশানে লিখেছেন, 'জন্মদিনে শুধুই ভাল থাকা থাকুক, নতুন নতুন দেশ পাড়ি জারি থাকুক, বাঁচার মানে থাকুক অনর্গল। প্রতিটা জন্মদিন রঙীন হোক একই ভাবে, এইভাবে। বন্ধুত্তের একটাই মানে হোক।' (অপরিবর্তিত)
সম্পর্ক নিয়ে বিতর্ক থাকার পরেও একসঙ্গে দেখা গিয়েছিল তথাগত-দেবলীনাকে। তখনও দেবলীনা সিঁদুর পরে, তথাগতর সঙ্গেই ধরা গিয়েছিলেন ক্যামেরায়। তবে তাঁদের সম্পর্কের সমীকরণ ঠিক কী, তা নিয়ে অবশ্য স্পষ্ট উত্তর দেননি তাঁরা। তবে তথাগত বারে বারেই জানিয়েছেন, তাঁদের মধ্যে বন্ধুত্ব বজায় রয়েছে। দেবলীনার জন্মদিনের পোস্টেও রইল সেই বন্ধুত্বের কথা।
তাঁদের সম্পর্ক সাম্প্রতিককালে বারে বারে উঠে এসেছে খবরের শিরোনামে। গত বছরের শেষের দিকে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন তথাগত-দেবলীনা। সেইসময় এবিপি আনন্দের তরফ থেকে তথাগতর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান সম্পর্ক অত্যন্ত জটিল বিষয়। সম্পর্ক কবে কখন কোন মোড় নেয় আগে থেকে কেউ আঁচ করতে পারে না।