Bollywood Celebrities Update: বাবার কাঁধে চড়ে ছোট্ট সেফ, মুখে চওড়া হাসি, পুরনো ছবি পোস্ট সাবার
Bollywood Celebrities Update: ছবি শেয়ার করে সাবা লেখেন, 'এটি একটি অনলাইনে পাওয়া ছবি...কিন্তু একটা পুরনো অ্যালবামে এর অরিজিন্যাল ছবিটা আমাদের কাছে আছে। পুরো ছবিটাও। এটা আমার পছন্দের। আব্বার কাঁধে ভাই!'
নয়াদিল্লি: সেফ আলি খানের (Saif Ali Khan) বোন সাবা (Saba) মাঝে মধ্যেই পরিবারের আর্কাইভ থেকে পুরনো ছবি, অদেখা ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি বাবা আর ভাইয়ের একটি পুরনো ছবি শেয়ার করলেন তিনি।
সাবা একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেন। ছবি থেকেই স্পষ্ট সেফ আলি খান তখন স্কুল ছাত্র। ছবিতে দেখা যাচ্ছে বাবা প্রয়াত মনসুর আলি খানের (Mansoor Ali Khan Pataudi) কাঁধে চড়েছেন খুদে সেফ। বাবা-ছেলের মুখে চওড়া হাসি। একটি ফ্যানপেজ থেকে পেয়ে ছবিটি শেয়ার করেন সাবা। সেই সঙ্গে জানান যে ছবিটির আসল কপি ওঁর কাছেই আছে।
ছবি শেয়ার করে সাবা লেখেন, 'এটি একটি অনলাইনে পাওয়া ছবি... কিন্তু একটা পুরনো অ্যালবামে এর অরিজিন্যাল ছবিটা আমাদের কাছে আছে। পুরো ছবিটাও। এটা আমার পছন্দের। আব্বার কাঁধে ভাই!'
সম্প্রতি 'দ্য কপিল শর্মা শো'-তে (The Kapil Sharma Show) এসে বাবার কথা স্মরণ করেন সেফ। তিনি জানান যে কীভাবে তিনি তাঁর বাবার পেশায় না গিয়ে অভিনয় বেছে নেন। তাঁর বাবা একজন অন্যতম সেরা ক্রিকেটার হওয়া সত্ত্বেও তাঁদের মধ্যে বেশ কয়েকটি জিনিসে মিল ছিল। তার মধ্যে অন্যতম হল ওঁরা দুজনেই বই পড়তে ভীষণ ভালবাসেন।
সেফ বলেন, 'একদিন আমার বাবা বাড়িতে একা ছিলেন এবং বাকি সবাই শ্যুটিংয়ের জন্য বাইরে ছিল, আমার মা, আমি সবাই। যেহেতু বাড়িতে কেউ ছিল না, আমি তাই বাবাকে ফোন করে জিজ্ঞেস করি যে আপনি ঠিক আছেন কি না, একা লাগছে কি না। তো, বাবা বললেন, আমি একা নই, আমার বই আছে আমার সঙ্গে। সেই আবেগটা আমার ভীষণ ভাল লেগেছিল, কারণ আমিও এইরকম অনুভব করি। আমি বই ভীষণ ভালবাসি।'
আরও পড়ুন: Badhaai Do Trailer: ছকভাঙা বিয়ের গল্প আনছেন রাজকুমার-ভূমি, মুক্তি পেল 'বধাই দো' ছবির ট্রেলার
মনসুর আলি খান পতৌদি মূলত টাইগার পতৌদি নামেই বেশি খ্যাত ছিলেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন তিনি। ৭০ বছর বয়সে দিল্লির 'স্যর গঙ্গা রাম' হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অভিনেত্রী শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) সঙ্গে বিয়ে হয় তাঁর এবং তাঁদের তিন সন্তান সেফ, সাবা ও সোহা (Soha)। সেফ ও সোহা মায়ের মতো সিনেমার জগতে পা রাখলেও সাবা নিজেকে সমস্ত লাইমলাইট থেকে দূরেই রাখেন।