Sabyasachi Chowdhury: বড়পর্দায় 'সাধক বামাক্ষ্যাপা' সব্যসাচী, মা তারার ভূমিকায় পায়েল! শুরু হচ্ছে শ্যুটিং
Sadhak Bamakhyapa: সব্যসাচী এই ছবিটি করার জন্য আপাতত হাতে আর কোনও কাজ নেননি। তিনি চেয়েছিলেন সাধক বামাক্ষ্যাপার চরিত্রকেই পর্দায় সার্থকভাবে ফুটিয়ে তুলতে

কলকাতা: এবার বড়পর্দায় অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। 'সাধক বামাক্ষ্যাপা'-কে নিয়ে বড়পর্দায় সিনেমা তৈরি করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল (Sayantan Ghosal)। আর সেই সিনেমাতেই মুখ্যভূমিকায় দেখা যাবে সব্য়সাচীকে। এছাড়াও মা তারার চরিত্রে দেখা যাবে পায়েল দে (Payel De)-কে। তিনি ইতিমধ্যেই ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ। দেবীর চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। এবার বড়পর্দায় মা তারার চরিত্রেও প্রথম পছন্দ তিনিই। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)।
এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। জানা যাচ্ছে, জুলাইয়ের একেবারে শেষ থেকে শ্যুটিং শুরু হবে এই ছবির। আজ হয়ে গেল এই ছবির মহরত। মহরতে উপস্থিত ছিলেন, সায়ন্তন, ইন্দ্রদীপ থেকে শুরু করে সব্যসাচী, পায়েল, সাহেব ও অন্যান্যরা। প্রত্যেকেই পুজোয় যোগ দেন। ছবির জন্য আবার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সব্যসাচী। তিনি বড় চুল ও দাড়ি রেখেছেন। এই ছবির চিত্রনাট্য ও লিখেছেন তিনি।
এই সিনেমা নিয়ে সব্যসাচী বলছেন, 'বড়পর্দায় সাধক বামাক্ষ্যাপার চরিত্রকে ফুটিয়ে তোলার সুযোগ আমার কাছে বিশাল পাওয়া। আজকের মহরতে ছবির গোটা টিম উপস্থিত ছিল। আমরা সবাই মিলে চেষ্টা করব গল্পটাকে সফলভাবে পর্দায় ফুটিয়ে তুলতে। মা তারার হাজার হাজার ভক্তরা এই ছবির সঙ্গে আত্মিক যোগ খুঁজে পাবেন বলেই আমাদের বিশ্বাস। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হচ্ছে আমাদের ছবির।'
এই সিনেমা নিয়ে পরিচালক বলছেন, 'এই ছবিটা আমার কাছে ভীষণ বিশেষ, কারণ এটা আমার পরিচালনায় প্রথম বায়োপিক। বামাক্ষ্যাপার গল্পকে পর্দায় ফুটিয়ে তুলব আমি। এই কাজটা নিয়ে আমরা ভীষণ আগ্রহী। সিনেমাটাকে বড়পর্দার উপযুক্ত করার জন্য যা যা প্রয়োজন, সমস্ত কিছুই আমরা করছি। ছবির মহরত হয়ে গেল। এরপরে খুব তাড়াতাড়ি আমরা শ্যুটিং শুরু করব।'
সব্যসাচী এই ছবিটি করার জন্য আপাতত হাতে আর কোনও কাজ নেননি। তিনি চেয়েছিলেন সাধক বামাক্ষ্যাপার চরিত্রকেই পর্দায় সার্থকভাবে ফুটিয়ে তুলতে। সেই কারণেই এই চরিত্রটার সঙ্গে থাকতে চান তিনি। ছবির চিত্রনাট্য নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
View this post on Instagram






















