Saif Ali Khan Attacked: সামনে আসছে নতুন তথ্য, জেরার মুখে চাঞ্চল্যকর দাবি সেফের ওপর হামলাকারীর
Saif Ali Khan Latest News : ইতিমধ্য়েই ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পুনর্নির্মাণ করিয়ে শরিফুলের বয়ানের সত্যতা যাচাই করতে চাইছে মুম্বই পুলিশ।

মুম্বই : সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। নিজেকে কুস্তিগির বলে দাবি করেছেন ধৃত মহম্মদ শরিফুল। মুম্বই পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত জানিয়েছেন, বাংলাদেশে জেলা ও রাজ্যস্তরে কুস্তির চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। বেকারত্ব ঘোচাতেই ভারতে আসা। ঘটনার পুনর্নির্মাণ করিয়ে শরিফুলের বয়ানের সত্যতা যাচাই করতে চাইছে মুম্বই পুলিশ।
তিনি শুধু বাংলাদেশের নাগরিকই নন, সেদেশের রাজ্য়স্তরের কুস্তিগির ! পুলিশ সূত্রে দাবি, এমনটাই দাবি করেছেন সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত।
মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ। মুম্বই পুলিশের দাবি, জেরায় শরিফুল জানিয়েছেন, বাংলাদেশে জেলা ও রাজ্যস্তরে কুস্তির চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। বেকারত্ব ঘোচাতেই তার ভারতে আসা। তবে এখানেও কোনও ভাল কাজ মেলেনি। মুম্বই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম বলেন, "প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যে, অভিযুক্ত বাংলাদেশি। অবৈধভাবে ভারতে প্রবেশের পর, নাম বদলে ফেলেছিল। ১৫ দিন আগে মুম্বই আসে অভিযুক্ত। কিছুদিন মুম্বইয়ে ছিল। একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করত।"
মুম্বই পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে শরিফুল দাবি করেছে, চুরির উদ্দেশ্য়েই বুধবার গভীর রাতে অভিনেতার ফ্ল্য়াটে ঢোকেন তিনি। কিন্তু, নিরাপত্তা এড়িয়ে কীভাবে সেফের বাড়িতে ঢুকেছিলেন শরিফুল ? পুুলিশ জানিয়েছে, দিনকয়েক আগে বান্দ্রার একটি হোটেলে তিনি কাজে ঢোকেন। ডিউটির পর এলাকায় ঘুরে বেড়াতেন। সেফের বাড়ির পিছন দিকে কোনও নিরাপত্তা রক্ষী এবং CC ক্যামেরা নেই দেখেই তিনি ঢুকেছিলেন। পার্কিং এরিয়া দিয়ে ঢুকে, সিঁড়ি দিয়ে উঠে যান ১২ তলায়। AC ডাক্টের জায়গা দিয়ে ঢোকেন শৌচাগারে।
ধৃতের আরও দাবি, বাড়িতে হই-চই পড়ে যাওয়ায়, নিজেকে বাঁচাতে অভিনেতাকে আক্রমণ করেন। কুস্তিগির বলেই ভারী চেহারার সেফকে কাবু করতে তাকে বেগ পেতে হয়নি বলে শরিফুল জানিয়েছে।
ইতিমধ্য়েই ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পুনর্নির্মাণ করিয়ে শরিফুলের বয়ানের সত্যতা যাচাই করতে চাইছে মুম্বই পুলিশ।
মোট ছ'বার সেফকে কোপায় ওই দুষ্কৃতী। এর পর কোনও রকমে বাড়ির সব মহিলা এবং শিশুদের ১২তলায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনা প্রসঙ্গে সেফের স্ত্রী তথা অভিনেত্রী করিনা কপূর খান জানিয়েছিলেন, তাঁর গয়নাগাঁটি সব খোলাই পড়েছিল। কিন্তু সেসবে হাত দেয়নি ওই দুষ্কৃতী। এই ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সেই সময় দিদি করিশ্মা এসে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান।
সেফ এবং করিনার কনিষ্ঠ সন্তান জহাঙ্গির ওরফে জেহ্-র দেখভাল করেন যে আয়া, সেই ইলিয়ামা ফিলিপও পুলিশের কাছে বয়ান রেকর্ড করেছেন। তিনি জানিয়েছেন, রাত ২টো নাগাদ ওই দুষ্কৃতীকে দেখতে পান তিনি। প্রথমে করিনা ভেবে ভুল করেছিলেন। কিন্তু পরে পুরুষের ছায়া দেখতে পান বাথরুমের দরজায়। মাথায় টুপি পরেছিল ওই দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে জেহ্-র কাছে ছুটে যান তিনি। ঠোঁটে আঙুল ঠেকিয়ে তাঁকে চুপ থাকতে নির্দেশ দেয় ওই দুষ্কৃতী। তাঁর শরীরেও ব্লেড চালানোর চেষ্টা করে সে। বাধা দেওয়ার চেষ্টা করলেও আহত হন ইলিয়ামা। টাকার দাবি করতে থাকে ওই দুষ্কৃতী। ১ কোটি টাকা চায়।
সেই সময় বাড়ির কেয়ারটেকার জুনু কোনও ক্রমে ঘর থেকে বেরিয়ে যেতে সফল হয়। সেফ ও করিনাকে গিয়ে গোটা ঘটনা জানান তিনি। সঙ্গে সঙ্গে জেহ্-র ঘরে ছুটে আসেন সেফ ও করিনা। সেফ ওই দুষ্কৃতীর অভিসন্ধি জানতে চান। এর পরই ধস্তাধস্তি শুরু হয় দু'জনের মধ্যে। সেফকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় ওই দুষ্কৃতী। এর পর বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে পালায়। জেহ্-র ঘর থেকেই আবাসন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তার পর সেখান থেকে বেরিয়ে জেহ্-কে নিয়ে উপরে চলে যান মহিলারা।
হামলার পর তৈমুর এবং বাড়ির এক গৃহ সহায়কের সঙ্গে অটোয় চেপে হাসপাতালের উদ্দেশে রওনা দেন সেফ। সেফের প্রথম পক্ষের ছেলে ইব্রাহিম সেফকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বলে প্রথমে শোনা গেলেও, হাসপাতালের চিকিৎসকরাও জানান যে, বছর সাতের তৈমুরের হাত ধরেই হাসপাতালে ঢোকেন সেফ। অটোচালকও একই কথা জানান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
