Saif Ali Khan Attack : সেফের চিকিৎসায় কত খরচ হল জানেন? কত পেলেন মেডিক্লেম থেকে? ভাইরাল বিল
ইন্সুরেন্স সংস্থা জানিয়েছে, সেফ তাদের সংস্থার গ্রাহক। চিকিৎসার প্রাথমিক খরচ বাবদ নির্দিষ্ট অর্থ অনুমোদন করা হয়েছে। চূড়ান্ত বিলিংয়ের পর বাকি অর্থ দেওয়া হবে।

মুম্বই : একটু একটু করে সুস্থ হচ্ছেন সেফ। ভয়ঙ্কর বিপদ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে ঠিকই, তবে আপাতত তিনি বিপদমুক্ত। জানিয়েছে লীলাবতী হাসপাতাল। এরই মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল সেফের হাসপাতালের বিল। এক্স মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি, তাঁর চিকিৎসায় এখনই ৩৬ লাখ টাকা খরচ হয়েছে। যার অনেকটাই তিনি অগ্রিম পেয়েছেন মেডিক্যাল ইনস্যুরেন্স সংস্থা থেকে।
সোশ্যাল মিডিয়ায় যে নথি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, সেফের চিকিৎসার জন্য ৩৫.৯৬ লক্ষ টাকা খরচ হয়েছে এখনও অবধি। এই ডিটেইলস দিয়ে সংশ্লিষ্ট মেডিক্যাল ইন্সুরেন্স সংস্থায় ক্লেম করেছেন তিনি। যা দাবি করেছেন, তার মধ্যে ২৫ লক্ষ টাকা ইতিমধ্যেই বীমা প্রদানকারী সংস্থা অনুমোদন করেছে।
ওই নথি থেকে দেখা যাচ্ছে, ৫৪ বছর বয়সী অভিনেতা বর্তমানে বান্দ্রার লীলাবতী হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের স্যুটে রয়েছেন। ১৬ জানুয়ারি ভর্তি হয়েছেন তিনি। তাঁর শরীরময় গভীর ক্ষত। ৬ টি ক্ষতের মধ্যে কয়েকটি আঘাত বেশ গভীর। মেডিক্লেম সংস্থার নাম 'নিভা বুপা'। দাবি সোশ্যাল মিডিয়ায়। পরিবার প্রাথমিকভাবে ৩,৫৯৮, ৭০০ টাকার আবেদন করে। কিন্তু সব শর্ত মেনে আপাতত কোম্পানি থেকে ২৫ লাখ টাকা দিয়েছে। নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সংবাদপত্র মিন্টের সঙ্গে সাক্ষাৎকারে এই দাবি সমর্থন করেছেন।
ইন্ডিয়াটাইমসে প্রকাশিত রিপোর্টে দাবি, একটি বিবৃতিতে নিভা বুপাও সেফের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ছোটেনবাবের দ্রুত আরোগ্য কামনা করেছে মেডিক্লেম সংস্থা। নিভা বুপা জানিয়েছে, সেফ তাদের সংস্থার গ্রাহক। চিকিৎসার প্রাথমিক খরচ বাবদ নির্দিষ্ট অর্থ অনুমোদন করা হয়েছে। চূড়ান্ত বিলিংয়ের পর বাকি অর্থ দেওয়া হবে।
Health insurance approval of Saif Ali khan
Immediate response from them coz of Celebrity while common man struggles for it...#SaifAliKhan #SaifAliKhanAttacked #SAIFALIKHANATTACK pic.twitter.com/A0xw46zOcb
— SACHIN TIWARI (@GreatTiwari80) January 17, 2025
আরও পড়ুন : 'আপনার মেয়ে কিছুটা মারা গেছে' বলা হয়েছিল তাঁকে, বুকে দগদগে ক্ষত নিয়েই রায়ের অপেক্ষা মায়ের






















