Saiyaara: কিয়ারার জন্মদিনেই 'কবীর সিং'-এর রেকর্ড ভাঙল 'সাঁইয়ারা'! অহন-অনীতের সামনে এবার 'কল্কি'-র হাতছানি
Saiyaara New Record: প্রযোজনা সংস্থার তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী সিনেমাটি ২৭৮.৭৫ কোটি টাকা আয় করেছে

কলকাতা: 'সাঁইয়ারা' (Saiyaara) সিনেমাটি, মুক্তির মাত্র ১৪ দিনের মধ্যেই একাধিক সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে, এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla) জানিয়েছিল, মোহিত সুরি পরিচালিত 'সাঁইয়ারা' ছুঁতে চলেছে 'কবীর সিং' (Kabir Singh)-এর রেকর্ডকে। আর এবার, শাহিদ কপূরের (Shahid Kapoor)-এর 'কবীর সিং'-এর রেকর্ডকে ছুঁয়ে ফেলল 'সাঁইয়ারা'। সেই রেকর্ড পেরিয়ে, 'কবীর সিং'-কে হারিয়ে- ৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি আয় করা রোম্যান্টিক সিনেমা হল 'সাঁইয়ারা'। অহন পান্ডে (Ahaan Panday) এবং অনীত পাড্ডা (Aneet Padda) অভিনীত সিনেমাটি বর্তমানে চর্চায় রয়েছে। আর সেই ছবিই, ফের নয়া রেকর্ড গড়ল। প্রযোজনা সংস্থার থেকে দেওয়া হিসেব অনুযায়ী, ১৩ দিনে এই ছবিটি আয় করেছে ২৭৮.৭৫ টাকা। গত ১৮ জুলাই মুক্তি পেয়েছিল এই সিনেমাটি।
'সাঁইয়ারা'-র বক্স অফিস কালেকশন
প্রযোজনা সংস্থার তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী সিনেমাটি ২৭৮.৭৫ কোটি টাকা আয় করেছে। ১৩তম দিনে, অর্থাৎ গতকাল, বুধবার সিনেমার আয় ছিল ৮ কোটি টাকা। ১৪তম দিনে অর্থাৎ আজ ৫:০৫ পর্যন্ত এই আয় ২.৪৭ কোটি টাকা হয়েছে। সিনেমার মোট আয় ২৮১.২২ কোটি টাকা হয়েছে। তবে এই পরিসখ্যান চূড়ান্ত নয়। এর সামান্য অদল বদল হতে পারে।
'সাঁইয়ারা' টপকে গেল 'কবীর সিং'-এর রেকর্ড
অনেকেই প্রত্যাশা করছিলেন, 'সাঁইয়ারা' সিনেমাটি 'কবীর সিং'-এর রেকর্ড ভেঙে ফেলবে। এই সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা তৈরি হয়েছিল, তাতে মনে করা হচ্ছিল, সিনেমাটি অনায়াসেই নতুন রেকর্ড তৈরি করবে। আর আজ সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে। 'সাঁইয়ারা' পেরিয়ে গেল শাহিদ কপূর ও কিয়ারা আডবাণীর সিনেমার রেকর্ড। আজ কিয়ারা আডবাণীর জন্মদিন। এই দিনেই কিয়ারার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবির রেকর্ড ভাঙল 'সাঁইয়ারা'। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত শাহিদের 'কবীর সিং' বলিউড এর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা রোমান্টিক সিনেমা ছিল। এটি বিশ্বব্যাপী ৩৭৭ কোটি এবং ভারতে স্যাকনিল্কের (Sacnilk) মতে, ২৭৮.৮ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে, 'সাঁইয়ারা' মাত্র ১২ দিনে ৪১৩.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। এবং আজ ১৪তম দিনে ২৮০ কোটি টাকার ব্যবসা করে 'কবীর সিং'-কে সারা বিশ্ব এবং ভারতে, দুই জায়গাতেই আয়ের নিরিখে দিক থেকে পিছনে ফেলেছে।
View this post on Instagram
বিপদে অন্যান্য সিনেমার রেকর্ড ও!
এরপরে 'সাঁইয়ারা' -র সামনে রয়েছে অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন ও প্রভাস অভিনীত 'কল্কি ২৮৯৮ এডি' ছবির রেকর্ড। সিনেমাটি হিন্দিতে ২৯৩.১৩ কোটি টাকা আয় করেছিল। সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় এই সিনেমাটি ১৮ নম্বরে রয়েছে।





















