ভিকি-ক্যাটরিনার বিয়ের গুঞ্জন নিয়ে বিস্ফোরক সলমন খানের বাবা
বিভিন্ন সূত্রে খবর, আগামী ৭ ডিসেম্বর রাজস্থানের বিলাসবহুল রিসর্টে বসতে চলেছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। দুই অভিনেতার মতো তাঁদের পরিবারের পক্ষ থেকেও এই প্রসঙ্গে মুখে কুলুপ আঁটা হয়েছে।
মুম্বই: বলিউডের আনাচে কানাচে কান পাতলেই এখন যে খবরে সরগরম, তা অবশ্যই ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে। শোনা যাচ্ছে, আগামী মাসের একেবারে শুরুর দিকেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা। যদিও দুই তারকার পক্ষ থেকে এখনও অফিশিয়ালি কোনও ঘোষণা না করা হলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ৭ ডিসেম্বর রাজস্থানের বিলাসবহুল রিসর্টে বসতে চলেছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। দুই অভিনেতার মতো তাঁদের পরিবারের পক্ষ থেকেও এই প্রসঙ্গে মুখে কুলুপ আঁটা হয়েছে। যদিও সম্প্রতি 'উরি' অভিনেতার এক বোনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভিকি-ক্যাটের বিয়ের যে গুঞ্জন চারিদিকে শোনা যাচ্ছে, তা একেবারেই ভুয়ো।
এক সাক্ষাৎকারে ভিকি কৌশলের তুতো বোন উপাসনা বোরা বলেছেন যে, 'ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের যে বিয়ের প্রস্তুতির কথা শোনা যাচ্ছে, তা একেবারেই সঠিক নয়। কোনও বিয়ে হচ্ছে না। বলিউডে এরকম অনেক গুঞ্জনই শোনা গিয়েছে। পরবর্তীকালে সত্যিটাও সামনে এসেছে। তাই এগুলো পুরোটাই ভুয়ো খবর। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। ক্যাটরিনা কাইফের সঙ্গে ওর বিয়ে হচ্ছে না। যাই হোক, আমি এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না। শুধু এটাই বলব যে, এই মুহূর্তে ভিকির কোনও বিয়ে হচ্ছে না।'
প্রসঙ্গত, সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্কের কথা অনুরাগীদের অজানা নয়। তাই ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের প্রসঙ্গে বারবার উঠে আসছে ভাইজানের নাম। এবার দুই তারকার বিয়ের গুঞ্জন নিয়ে বিস্ফোরক সলমন খানের বাবা সেলিম খান। বললেন, 'আমি এই বিষয়ে কী বলব? সংবাদমাধ্যমে তো এই বিষয়েই শুধুমাত্র চর্চা হচ্ছে। এই বিষয়ে আমার কী বলার থাকতে পারে!' চলতি মাসের শুরু থেকে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন আরও জোরাল হয়। বিভিন্ন সূত্রে শোনা যায়, পরিচালক কবীর খানের বাড়িতে ভিকি-ক্যাট দুজনে দীপাবলি উদযাপনের সময়ে গোপনে বাগদানও সেরে ফেলেছেন।