এক্সপ্লোর
Advertisement
‘দঙ্গল’ ছবিতে আমিরকে সিক্স প্যাক অ্যাবস না দেখানোর পরামর্শ সলমনের
মুম্বই: আসন্ন ‘দঙ্গল’ ছবিতে আমির খানকে সিক্স প্যাক অ্যাবস না দেখানোর পরামর্শ দিলেন তাঁর ‘বন্ধু’ সলমন খান।
এই ছবিতে বিখ্যাত কুস্তিগির মহাবীর সিংহ ফোগতের ভূমিকায় অভিনয় করেছেন আমির। সলমনের ছবি ‘সুলতান’-এর মুক্তির সময়ই আমিরের ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। সেই সময় আমির বলেছিলেন, দর্শকদের দৃষ্টি আরও বেশি আকর্ষণ করার জন্যই পোস্টার মুক্তির জন্য এই সময়টা বেছে নিয়েছেন তিনি। কারণ, সলমন তাঁর চেয়ে অনেক বড় তারকা।
আমিরের এই মন্তব্যের পাল্টা হিসেবে তাঁর ছবির প্রশংসা করে সলমন বলেছেন, ‘সুলতান’ মুক্তির অনেক আগে থেকেই সবাই ‘দঙ্গল’-এর কথা জানে। তিনিও আমিরের নতুন ছবির পোস্টার দেখেছেন। তাঁর ভাল লেগেছে। পরের পোস্টার মুক্তির অপেক্ষায় আছেন তিনি। সেই পোস্টারে আমিরকে খালি গায়ে দেখা যেতে পারে। তবে তিনি আমিরকে সিক্স প্যাক অ্যাবস না দেখানোর পরামর্শ দিয়েছেন। আমির পাল্টা বলেছেন, কুস্তিগির সুশীল কুমারের সিক্স প্যাক অ্যাবস আছে। তবে তা সত্ত্বেও তিনি আমিরকে এটা না করতেই বলেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement