এক্সপ্লোর
আইভিএফ: সলমনকে বাচ্চা নেওয়ার পরামর্শ দিতে নারাজ ফারহা
![আইভিএফ: সলমনকে বাচ্চা নেওয়ার পরামর্শ দিতে নারাজ ফারহা Salman Doesnt Need Advice On Kids He Is Intelligent Farah আইভিএফ: সলমনকে বাচ্চা নেওয়ার পরামর্শ দিতে নারাজ ফারহা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/15164321/farah-salman-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সলমন নিজেই যথেষ্ট বুদ্ধিমান, তাই বাচ্চা নেওয়ার ব্যাপারে তাঁকে কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই, যশলোক হাসপাতাল আয়োজিত আইভিএফ এবং সারোগেসির প্রচার এবং সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন পরিচালক ফারহা খান। এই ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ফারহা।
তাঁকে প্রশ্ন করা হয়, সলমন খান বাচ্চাদের ভীষণই ভালোবাসেন। কিন্তু এখনও তো বিয়ে করেননি দাবাং খান। সেক্ষেত্রে আপনি কি তাঁকে আইভিআই পদ্ধতিতে বাচ্চা নেওয়ার পরামর্শ দিতে চান? উত্তরে তিনি বলেন, সলমন নিজেই যথেষ্ট বুদ্ধিমান। অন্যদের পরামর্শ দেন তিনি। আমাদের তাঁকে পরামর্শ দেওয়ার কোনও প্রয়োজন নেই।
ফারহা স্বয়ং এই পদ্ধতিতে দুই মেয়ে ও এক ছেলের জন্ম দিয়েছেন। বেশি বয়সে সন্তানের জন্ম দিতে এই পদ্ধতিগুলি কতটা সফল সেব্যাপারে নিজের অভিজ্ঞতা বর্ননা করেন ফারহা। তিনি বলেন, আইভিএফ পদ্ধতিতে সফলভাবে সন্তানের জন্ম দিতে পেরে তিনি গর্বিত।
উল্লেখ্য সম্প্রতি অভিনেতা তুষার কপূর-ও এই পদ্ধতিতে সিঙ্গেল ফাদার হয়েছেন। সুপারস্টার আমির খান ও শাহরুখ খানের ছেলেদের জন্মও সারোগেসি পদ্ধতিতেই হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)