এক্সপ্লোর
জন্মদিনে সলমনের নিমন্ত্রণ মাত্র ২০০ জনকে, হাজির তিন হাজার!
1/6

এই অনুষ্ঠানে হাজির ছিলেন কবীর খান, সুশান্ত সিংহ রাজপুত, প্রীতি জিন্টা, বিপাশা বসু, জারিন খান, দিনো মির্জা, হীমেশ রেশমাইয়া, আমিষা পটেলের মতো একঝাঁক বলিউড তারকা।
2/6

এত অবশ্য আদৌ বিরক্তি নন খান পরিবার। খুবই অতিথিবত্সল হিসেবে পরিচিত খান পরিবার সাদর অভ্যর্থনা জানিয়েছেন অতিথিদের। ফার্মহাউসের বাইরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদেরও হতাশ করেননি সলমন। তাঁদেরও শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা। সাংবাদিকদের তিনি বলেছেন, আশা করি, সামনের বছরটা এই বছরের চেয়েও ভালো কাটবে।
Published at : 27 Dec 2016 06:55 PM (IST)
Tags :
Salman KhanView More






















