এক্সপ্লোর
Advertisement
সলমনকে জন্মদিনে অভিনব শুভেচ্ছা জ্যাকলিনের, নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়
গতকালই ৫৫-য় পা দিয়েছেন বলিউডের ভাইজান। পানভেলের ফার্ম হাউসে বার্থ ডে সেলিব্রেট করেছেন জমিয়ে। সোশ্যাল মিডিয়া ভাসছে জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। মিষ্টি বার্তা পাঠিয়েছেন সলমনের অন্যতম কাছের বন্ধু জ্যাকলিন ফার্নান্ডেজও। সলমনের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন বেবি ফিলটার দিয়ে এডিট করে।ক্যাপশনে স্রেফ হ্যাপি বার্থ ডে।
মুম্বই: গতকালই ৫৫-য় পা দিয়েছেন বলিউডের ভাইজান। পানভেলের ফার্ম হাউসে বার্থ ডে সেলিব্রেট করেছেন জমিয়ে। সোশ্যাল মিডিয়া ভাসছে জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। মিষ্টি বার্তা পাঠিয়েছেন সলমনের অন্যতম কাছের বন্ধু জ্যাকলিন ফার্নান্ডেজও। সলমনের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন বেবি ফিলটার দিয়ে এডিট করে।ক্যাপশনে স্রেফ হ্যাপি বার্থ ডে। ইনস্টাগ্রামে এ ছবি পোস্ট হতেই কমেন্ট, ইমোজিতে উপচে পড়ছে।
বেবি জ্যাকলিন ও বেবি সলমনকে দেখে নেট নাগরিকরা তো আনন্দে আত্মহারা। এক নেটিজেন লিখেছেন আপনাকে পুরো জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজ-এর মতো লাগছে। কেউ কমেন্ট করেছেন হাঃ, হাঃ কি মিষ্টি ছবি।
লকডাউন পর্বে পানভেলের ফার্ম হাউসে সলমনের সঙ্গে ছিলেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। তেরে বিনা ভিডিয়োতে রোম্যান্সে মজেছিলেন এই জুটি।
আনলক পর্বে গত অগস্টে জ্যাকলিনের জন্মদিন ছিল। সেদিনও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন সলমন খান। লিখেছিলেন, শুভ জন্মদিন জ্যাকি….তোমার জীবন আনন্দে ভরে উঠুক। জন্মদিনেই ঘোষণা করা হয়েছিল সলমন খানের কিক টু ছবির নায়িকা হতে চলেছেন জ্যাকলিন। কিক ছবির পর কিক টু-তেও নায়িকা ভূমিকায় জ্যাকলিন। ২০০৯ সালে বলিউডে ইনিংস শুরু জ্যাকলিন। তারপরে একের পর এক ছবি করে চলেছেন। মার্ডার টু, রেস টু, হাউসফুল টু, হাউসফুল থ্রি. জুড়ুয়া টু- সহ আরও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement