Salman Khan: নিরাপত্তার ঘেরাটোপে মধ্যরাতে সলমনের জন্মদিন, হাজির রইল শুধুমাত্র পরিবার
Salman Khan Birthday: ২৬ ডিসেম্বর রাতেই সলমনের জন্মদিন উপলক্ষ্যে পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে সলমনের পরিবারের সবাই ছাড়াও উপস্থিত ছিলেন ইউলিয়া ভান্তুর
কলকাতা: আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জন্মদিনে প্রত্যেক বছরের মতো গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দেখা যাবে না তাঁকে। নিরাপত্তার কারণেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। হল ও ঠিক তাই। একেবারে পরিবারের সঙ্গেই জন্মদিন কাটালেন সলমন খান (Salman Khan)। সলমনের সঙ্গে একই দিনে জন্মদিন তাঁর ভাগ্নীর। সেই ভাগ্নীর সঙ্গেই কেক কাটলেন সলমন। সেখানে হাজির ছিলেন শুধু পরিবার নয়, সলমনের লতায় পাতায় পরিবারের কার্যত সবাই। সবাই সঙ্গে নিয়েই চলল পার্টি, একসঙ্গে কেক কেটে সলমন জন্মদিন উদযাপন করলেন।
২৬ ডিসেম্বর রাতেই সলমনের জন্মদিন উপলক্ষ্যে পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে সলমনের পরিবারের সবাই ছাড়াও উপস্থিত ছিলেন ইউলিয়া ভান্তুর। সলমনের কেক কাটার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায় তাঁকে। ২৬ ডিসেম্বর ঘড়ির কাঁটা যত রাত ১২টার দিকে এগিয়েছে, ততই বেড়েছে উৎসব। জেঠুকে শুভেচ্ছা জানাতে পার্টিতে হাজির সোহেল খানের একমাত্র ছেলে নির্বাণ খান। এসেছিলেন সস্ত্রীক আয়ুশ খান, নিখিল দ্বিবেদী, গৌরী পণ্ডিত-ও। কেকের আয়োজনেও কিছু কমতি ছিল না। রামধনুরঙা ৩ তলা কেক থেকে শুরু করে বিভিন্ন স্বাদের কেক উপস্থিত ছিল পার্টিতে। সলমনও কেকের বুকে ছুরি চালিয়েছেন।
তবে সলমনের মুখে সেই চেনা হাসিটিই গায়েব। সলমনকে যেন বেশ কিছুটা ক্লান্ত দেখাল। তা কি কেবল নিরাপত্তার কারণেই? বাবা সিদ্দিকির মৃত্যুর পরে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সলমন খান। দেখা করতে পারেননি অনুরাগীদের সঙ্গেও। এই বছরে তাঁর জন্মদিনও পালন হয়েছে খুবই বিশেষভাবে। পার্টি হলেও সেখানে উপস্থিত ছিলেন না বাইরের কোনও মানুষ। একেবারে ঘরোয়া পরিবেশেই সলমন কেক কাটেন এই বছর। তবে তাঁকে যেন পাওয়া গেল না তাঁর চেনা ছন্দে। এদিন প্রকাশ্যে আসার কথা ছিল তাঁর নতুন ছবি 'সিকন্দর'-এর ঝলকও। তাও কথা মতো প্রকাশ্যে আসেনি।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।