Kisi Ka Bhai Kisi Ki Jaan: আশানুরূপ নয়! অগ্রিম বুকিংয়ে মাত্র ২৩ হাজার টিকিট বিক্রি সলমনের নতুন ছবির
Salman Khan: ইদের আবহে মুক্তির তারিখ, অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে চলতি সপ্তাহের শুরুতেই। ভাইজান নিজেই সোশ্যাল পোস্টে তা ঘোষণা করেন।
নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় সলমন খানের (Salman Khan) 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhaai Kisi Ki Jaan)। আগামীকাল প্রেক্ষাগৃহে এই ছবি আসতে চলেছে। চলতি বছরের অন্যতম বিগ বাজেটের (Big Budget) এই ছবি। ইদের আবহে মুক্তির তারিখ, অগ্রিম টিকিট বুকিং (advance ticket booking) শুরু হয়েছে চলতি সপ্তাহের শুরুতেই। ভাইজান নিজেই সোশ্যাল পোস্টে তা ঘোষণা করেন। কিন্তু হিসেব বলছে সলমন খানের 'বিগ বাজেট' ছবি হওয়া সত্ত্বেও টিকিটের অগ্রিম বুকিংয়ের পরিমাণ তেমন আশানুরূপ নয়। বুধবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত এই ছবি তিনটি জাতীয় মাল্টিপ্লেক্স চেনে ২৩ হাজার টিকিট বিক্রি করতে পেরেছে।
আশানুরূপ সংখ্যায় হল না অগ্রিম টিকিট বুকিং
২১ এপ্রিল, প্রায় চার বছর পর বড়পর্দায় নায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন সলমন খান। ছবির নাম 'কিসি কা ভাই কিসি কি জান'। সলমনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়া আরও একাধিক মুখ দেখা যাবে ছবিতে।
এক বিনোদন সংস্থার খবর অনুযায়ী, সলমন খানের আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান', অগ্রিম বুকিংয়ে তিনটি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে বুধবার সাড়ে তিনটে পর্যন্ত ২৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। সলমন খানের ছবির হিসেবে এই সংখ্যা বেশ কম মনে হলেও, একাধিক ট্রেড অ্যানালিস্টের দাবি ইদের আবহে ওয়াক-ইন ক্রাউড পাওয়া যাবে প্রচুর, অর্থাৎ যাঁরা অগ্রিম টিকিট না কেটে দিনের দিন টিকিট কেটেই সিনেমা দেখতে হলে যাবেন। গোটা সপ্তাহান্তের নিরিখে ছবির ভাগ্য নির্ধারণ করা যাবে।
অন্যদিকে, একাধিক রিপোর্ট এটাও বলছে যে সাম্প্রতিককালের সফল ছবি 'ভুল ভুলাইয়া ২' ও 'আর আর আর'-এর সঙ্গে তুলনা করলে সলমনের এই ছবির অগ্রিম টিকিট বুকিং সংখ্যা অত্যন্তই কম। অন্যদিকে, 'ভোলা', 'শমশেরা', 'ভেড়িয়া' ও 'সম্রাট পৃথ্বীরাজ'-এর মতো সিনেমার নিরিখে সলমনের নতুন ছবির অগ্রিম টিকিট বুকিং সংখ্যা বেশ ভালই।
আরও পড়ুন: Yash Chopra Wife Death: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যশ-পত্নী পামেলা চোপড়া
১ দিনে ২০ কোটি আয়ের আশা
প্রযোজক ও ফিল্ম বিজনেস এক্সপার্ট গিরীশ জোহরের মতে সলমন খানের নতুন ছবি ইদের মরসুমে দুর্দান্ত ব্যবসা করবে। সলমন খান বড় তারকা এবং তাঁর ফ্যান ফলোয়িংও বিরাট। অনুরাগী, দর্শক তাঁকে পছন্দ করেন, ভালবাসেন। প্রত্যেক ইদে যখনই তিনি পর্দায় আসেন, দর্শকও হলে ভিড় জমান। তাঁর কথায়, 'আমি আশা করছি এঅ ছবি প্রথম দিনেই বক্স অফিসে ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ব্যবসা করবে, যা শুরু হিসেবে বেশ ভালই।'