এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ের বস্তিতে ৩,০০০ টয়লেট পুনর্নির্মাণ করালেন সলমন
মুম্বই: ২৫ তারিখ মুক্তি পাবে তাঁর ছবি টিউবলাইট। সলমন খানের এখন দম ফেলার সময় নেই। তার মধ্যেও মুম্বইয়ের এক বস্তিতে ৩,০০০টি টয়লেট পুনর্নির্মাণের জন্য টাকা দিয়েছেন তিনি।
বৃহন্মুম্বই পুরনিগমের সঙ্গে হাত মিলিয়ে খোলা জায়গায় শৌচের বিরুদ্ধে প্রচার করছেন সলমন। তাঁর এই টয়লেট পুনর্নির্মাণ সেই কাজের মধ্যে পড়ে। গোরেগাঁও ফিল্ম সিটির কাছে আরে কলোনি নামে ওই বস্তি ঘুরেও আসেন সলমন। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। স্থানীয় পুর প্রতিনিধি ও পুরনিগমের কয়েকজন আধিকারিক তাঁর সঙ্গে ছিলেন।
★ @BeingSalmanKhan calls upon BMC commissioner to inspect Aarey Colony toilets ! https://t.co/RjJd8GsKyF #BeingHuman pic.twitter.com/ietixPfCJj
— SᴀʟᴍᴀɴKʜᴀɴsٹیوب لائٹ (@SalluLicious) June 9, 2017
★ SPORTY..More pix of #SalmanKhan with Civic Chief Ajoy Mehta inaugurating toilets at Aarey Colony (June 9th 2017) ! https://t.co/arerAUgUut pic.twitter.com/HocK0lN1la
— SᴀʟᴍᴀɴKʜᴀɴsٹیوب لائٹ (@SalluLicious) June 9, 2017
সলমন জানিয়েছেন, ৩,০০০ টয়লেট নতুন করে তৈরি করে তাতে জলের সংযোগ করে দেওয়া হয়েছে। জায়গা থাকলে প্রত্যেক বাড়িতে একটি করে টয়লেট বানিয়ে দেওয়ার অনুমতি পেতে চেষ্টা চলছে।
এই উদ্যোগের অংশ হিসেবে তাঁর বিইং হিউম্যান সংস্থার হয়ে পুরনিগমকে ইতিমধ্যেই ৫টি মোবাইল টয়লেট দান করেছেন সলমন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement