![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
খারাপ লাগছে, রেহাই দেওয়া উচিত ছিল, সলমনের সাজা শুনে বললেন জয়া, বাকিরা কে কী বলছেন, পড়ুুন
![খারাপ লাগছে, রেহাই দেওয়া উচিত ছিল, সলমনের সাজা শুনে বললেন জয়া, বাকিরা কে কী বলছেন, পড়ুুন Salman Khan gets 5-year jail term: Aishwarya Rai's mother-in-law Jaya Bachchan reacts খারাপ লাগছে, রেহাই দেওয়া উচিত ছিল, সলমনের সাজা শুনে বললেন জয়া, বাকিরা কে কী বলছেন, পড়ুুন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/05111445/salman4.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তবে সলমনের জন্য সহানুভূতি দেখিয়ে সোস্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন জয়া। একজন লিখেছেন, কাল উনি জয়ার পরিবারের কাউকে মারলেও কি সহানুভূতি দেখাতে হবে। বোধহীন কথাবার্তার জন্য এমন রাজনীতিককে ধিক! তবে জয়া একা নন, সলমনের প্রতি এই মামলায় রায় ঘোষণার আগেই সমর্থনের সুরে কথা বলেছেন রানি মুখোপাধ্যায়ের মতো কেউ কেউ। হিচকি অভিনেত্রী, সলমনের রেস থ্রি-র ডিরেক্টর রেমো ডিসুজা, বিগ বস ১১-র বিজয়ী শিল্পা শিন্ডে।I feel bad. He should be given relief. He has done a lot of humanitarian work: Jaya Bachchan, Rajya Sabha MP on #SalmanKhan #BlackBuckPoachingCase pic.twitter.com/VUEM0RIweE
— ANI (@ANI) April 5, 2018
I am extremely shocked to hear @BeingSalmanKhan being convicted by session court but also having full trust in indian judiciary which has many other doors to appeal for final justice whatsoever. Since He is most loved person by industry N people for his human reasons too.
— Subhash Ghai (@SubhashGhai1) April 5, 2018
বলিউডের বিখ্যাত পরিচালক সুভাষ ঘাই ট্যুইট করে বলেছেন, ‘আমি হতবাক। ভারতের বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে। চূড়ান্ত বিচারের আবেদন জানানোর জন্য অনেক দরজা খোলা আছে।’
The law takes its course. Can’t argue it. But at this point in time I just feel helpless and my heart goes out to @BeingSalmanKhan and his family. Reason, cause the last thing @BeingSalmanKhan is, is a criminal.I feel this is too harsh. I do hope he gets the relief he deserves.
— arjun rampal (@rampalarjun) April 5, 2018
অভিনেতা অর্জুন রামপালও মনে করছেন, সলমনকে একটু বেশিই কড়া সাজা দেওয়া হয়েছে। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘আইন নিজের পথে চলবে। সে বিষয়ে কিছু বলার নেই। কিন্তু এখন আমার নিজেকে অসহায় মনে হচ্ছে। সলমন ও তাঁর পরিবারের পাশে আছি। কারণ, সলমনকে অপরাধী সাব্যস্ত করা হল। এটা অত্যধিক কড়া। আশা করি তিনি প্রাপ্য ন্যায়বিচার পাবেন।’
রেমো বলেছেন, শ্যুটিং পর্বে মামলা নিয়ে কিছুই বলে না সলমন। আবু ধাবিতে শ্যুটিংয়ের সময়ও কিছু বলেনি। ওর ঈদের বড় রিলিজের সঙ্গে যুক্ত সবাই চায়, বহুদিন ধরে চলতে থাকা মামলার অবসান হোক।
রানি তো বলেই দিয়েছেন, আমার ভালবাসা সবসময় রয়েছে ওর প্রতি। সবসময় বলব।
শিল্পা শিন্ডে বলেছেন, এসব তো জীবনের তুচ্ছ বিষয়। আরও অনেক কিছু আছে জীবনে। এসব আজেবাজে ব্যাপার থেকে দূরে রাখা উচিত ওর মতো মহান মানুষকে। আশা করি, দুর্যোগ কেটে যাবে ওর জীবনে।
এই মামলায় সলমনের সহ অভিযু্ক্ত, আজকের রায়ে রেহাই পাওয়া অভিনেত্রী নীলমের স্বামী, অভিনেতা সমীর সোনি বলেছেন, নিজেদের কাছে রায়টা খুশির ব্যাপার। কিন্তু খারাপ লাগছে সলমনের জন্য, কষ্ট পাচ্ছি। ঠিকঠাক ন্যয়বিচার হল না মামলায়।We are happy for us but we are disappointed for #SalmanKhan. Justice has not been given properly in this case. I am feeling bad for him: Samir Soni, actor and husband of actress Neelam #BlackbuckPoachingCase pic.twitter.com/V65Dm9rkGY
— ANI (@ANI) April 5, 2018
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)