Salman Khan Hospitalized: রাতে খামারবাড়িতে সাপে কামড়াল সলমনকে, ভর্তি হতে হয় হাসপাতালে
Snake Bites Salman Khan:জানা গেছে, সলমনকে যে সাপ কামড়ায় তা বিষধর নয়। তাই কামড়ের প্রভাব খুব একটা বেশি হয়নি। তবে সাপে কামড়ানোর কথা জানার পরই সলমনকে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়।
Snake Bites Salman Khan : সাপে কামড়াল বলিউড অভিনেতা সলমন খানকে। পানভেলে তাঁর খামারবাড়িতে এই দুর্ঘটনার মুখে পড়তে হল সলমন খানকে। গত রাতে কোনও এক সময়ে সাপ কামড়াল তাঁকে। জানা গেছে, সলমনকে যে সাপ কামড়ায় তা বিষধর নয়। তাই কামড়ের প্রভাব খুব একটা বেশি হয়নি। তবে সাপে কামড়ানোর কথা জানার পরই সলমনকে নবি মুম্বইয়ের কামোটে এলাকার এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে পানভেলের খামারবাড়িতে অভিনেতা ফিরে এসেছেন।
জানা গেছে, চিকিৎসার পর এদিন সকাল নটা নাগাদ ফার্মহাউসে ফেরেন বলিউডের দাবাং খান। তিনি বর্তমানে বিপন্মুক্ত বলেই জানা গেছে। তিনি দ্রুতই সেরে উঠেছেন। তাঁর স্বাস্থ্য় বর্তমানে স্বাভাবিক বলে জানা গেছে। তিনি আপাতত ফার্ম হাউসেই রয়েছেন বলে জানা গেছে।
সলমন খানকে সাপে কামড়ানোর খবর সামনে আসার পর তাঁর অনুরাগী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে এরইমধ্যে স্বস্তির খবর যে, সলমন এই মুহূর্তে বিপন্মুক্ত।
আগামীকালই জন্মদিন সলমন খানের
উল্লেখ্য, আগামীকাল ২৭ ডিসেম্বর সলমন খানের ৫৬ তম জন্মদিন। তার আগেই এই দুর্ঘটনা ঘটেছে। ফলে এখন বলা মুশকিল যে, সলমন তাঁর জন্মদিন উদযাপন কীভাবে করবেন। তিনি জন্মদিন পালন করবেন, না খাবার বাড়িতেই বিশ্রাম নেবেন, তা এখনও বলা যাচ্ছে না। বড়দিন উদযাপন করতে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের নিয়ে খামার বাড়িতে এসেছিলেন সলমন। যে এলাকায় এই খামারবাড়ি তা জঙ্গল ও পাহাড় বেষ্টিত।
উল্লেখ্য, কিছুদিন আগেই সলমন নিজেই বজরঙ্গি ভাইজান-এর সিকোয়েল তৈরির কথা জানিয়েছিলেন।
সূত্রের খবর, সলমন যখন বন্ধুদের সঙ্গে বসে কথাবার্তা বলছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে। শনিবার বাতে বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাৎ করেই হাতে জ্বালা অনুভব করেন সলমন। হাতে ঝাঁকুনি দিতে থাকেন তিনি। এরপরই সেখানে উপস্থিত লোকজন সাপ দেখতে পারেন। ফলে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এরপর সলমনকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।