Salman Khan: ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান, বাতিল সব শুটিং, 'বিগ বস' সঞ্চালনায় কে ?
Salman is suffering from Dengue: ডেঙ্গিতে আক্রান্ত হলেন সলমন খান । সূত্রের খবর, এই মুহূর্তে চিকিৎসকের নজরে রয়েছেন তিনি। সঞ্চালক বদল 'বিগ বস'-এ।
মুম্বই: ডেঙ্গিতে আক্রান্ত হলেন সলমন খান (Salman Khan)। সূত্রের খবর, এই মুহূর্তে চিকিৎসকের নজরে রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরেই তীব্র জ্বরে ভুগছেন বলিউডের এই সুপারস্টার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যাবতীয় শুটিং বাতিল করেছেন তিনি। পাশাপাশি, তিনি অসুস্থ হওয়ায়, বিগ বস সিজন ১৬-র সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কর্ণ জোহর (Karan Johar)।
সূত্র মারফত খবর, গত ৫ দিন ধরে তীব্র জ্বরে ভুগছেন সলমন খান। তাঁকে এই মুহূর্তে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। উল্লেখ্য়, সারা দেশেই এই মুহূর্তে ডেঙ্গি পরিস্থিতি চলছে। পাশাপাশি বিশেষজ্ঞরা বলেছেন, নভেম্বর অবধি থাকবে এই ডেঙ্গি পরিস্থিতি। তাই যতক্ষণ না অবধি তিনি সুস্থ না হওয়া অবধি, বিগ বস সিজন ১৬-র সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কর্ণ জোহর। বলিউডের একাধিক ছবির চরিত্র থেকে একসময় বাদ পড়েছিলেন সলমন খান। ঠিক তেমনই মুহূর্তে কুছ কুছ হোতা হে ছবিতে তাঁকে জায়গা করে দিয়েছিলেন কর্ণ। তবে সেসময় তাতে কোনও অসুবিধাই হয়নি।
পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছে বিগ বসের নয়া সিজন। সঞ্চালনায় সলমন খান। আর এই শোয়েরই প্রতিযোগী হিসেবে যোগ দেন বলিউডের পরিচালক সাজিত খান। এদিকে সাজিত খানকে নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। মি টু আন্দোলনের সময়, করিশ্মা থেকে সলোনি চোপড়া , অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। বিগ বসে, সাজিত খানকে নিয়ে যখন জোর বিতর্ক , তখনই এগিয়ে এলেন সাজিতের দিদি ফারহা খান। ভাইয়ের হয়ে সলমনের কাছে রাখলেন আবদার। এদিকে সলমনের অসুস্থতার জন্য, পাশাপাশি বাতিল হয়েছে, সলমনের নতুন ছবি কিসি কা ভাই, কিসি কা জান, ছবির শুটিং।
আরও পড়ুন, 'স্যাম বাহাদুর' ছবির প্রথম দফার শ্যুটিং শেষ করলেন ভিকি কৌশল
প্রসঙ্গত, সলমন খানের একের পর এক ছবির মুক্তির দিন বদলে যাচ্ছে। 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির পাশাপাশি 'টাইগার থ্রি' ছবিরও মুক্তির দিন পিছিয়ে গিয়েছে। ২০২৩ সালের ইদে মুক্তি পাবে আগে জানা গেলে, এই মুহূর্তে জানা গিয়েছে, ২০২৩-এর ইদে মুক্তি পাচ্ছে না 'টাইগার থ্রি'। ইতিমধ্যেই এই ছবির নতুন পোস্টার শেয়ার করা হয়েছে। তার সঙ্গে নতুন মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে।