এক্সপ্লোর
Advertisement
দাবাং ৩ শ্যুটিংয়ে নষ্ট করেছেন পুরাতত্ত্ব নিদর্শন, সলমন খানকে নোটিশ পাঠাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
ছবি শেষের আগেই একের পর এক বিতর্কে দাবাং ৩। পুরাতত্ত্ব নিদর্শন ধ্বংসের অভিযোগে সলমন খানকে নোটিশ পাঠিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
মুম্বই: দাবাং সিরিজের আগামী ছবি দাবাং ৩ মুক্তির ঢের আগেই একের পর এক বিতর্কের আবর্তে। প্রথমে মধ্যপ্রদেশে শ্যুটিং চলাকালীন একটি শিবলিঙ্গ ঢেকে দেওয়ার অভিযোগ ওঠে ছবি নির্মাতাদের বিরুদ্ধে। আর এবার সলমনকে নোটিশ পাঠিয়েছে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মান্ডুর জল মহল থেকে ছবির দুটি সেট পত্রপাঠ সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশটিতে সই করেছেন মান্ডু সাব সার্কলের এএসআই জুনিয়র কনজার্ভেশন অ্যাসিস্ট্যান্ট। তাতে বলা হয়েছে, জল মহলের মধ্যে ওই নির্মাণ ১৯৫৮-র অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেইনস অ্যাক্ট লঙ্ঘন করেছে। যদি অবিলম্বে সেটদুটি সরিয়ে নেওয়া না হয়, তবে শ্যুটিংয়ের অনুমতি প্রত্যাহার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর কপি পাঠানো হয়েছে স্থানীয় কালেক্টর ও অন্যান্য সরকারি আধিকারিকদের। তবে নোটিশ মিললেও এখনও পর্যন্ত ছবি নির্মাতারা সেই অনুযায়ী কোনও ব্যবস্থা নেননি বলে খবর।
এছাড়া খারগোনে জেলার মহেশ্বরে নর্মদার পাশে দাবাং ৩ শ্যুটিংয়ের সময় একটি প্রাচীন মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ।
মধ্য প্রদেশের সংস্কৃতি মন্ত্রী বিজয়লক্ষ্মী সাধো অবশ্য বলেছেন, মহেশ্বরে দাবাং ৩ শ্যুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে ঐতিহাসিক এই শহরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার জন্য। শ্যুটিংয়ের সময় যদি আপত্তিকর কিছু ঘটে তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের তার দায়িত্ব নিতে হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement