এক্সপ্লোর
Advertisement
মুক্তি পেল সলমন–জ্যাকলিনের ‘তেরে বিনা’, দুই তারকার রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা
তেরে বিনার গীতিকার সাবির আহমেদ। সুর দিয়েছেন অজয় ভাটিয়া। মেক-আপ থেকে চুল, সেট সাজানো পুরোটাই করেছেন সলমন ও জ্যাকলিন।
মুম্বই: লকডাউনের সময়ও ভক্তদের মনোরঞ্জন করে চলেছেন সলমন খান। 'প্যার করোনা’ ইউটিউবে মুক্তি পাওয়ার পর এবার তাঁর পরবর্তী গান 'তেরে বিনা’ মুক্তি পেল মঙ্গলবার। এই গানে সলমনের সঙ্গে দেখা গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। পর্দায় দুই তারকার রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা।
‘তেরে বিনা' গানের শুটিং হয়েছে পনভেলে সলমনের খামারবাড়িতে। লকডাউনে এখানেই রয়েছেন জ্যাকলিন, মডেল ওয়ালুশা ডিসুজা ও ইলুইয়া ভান্টুর। সলমন ও জ্যাকলিনের অনস্ক্রিন রসায়ন যথেষ্ট ভালো। কিক এবং রেস-৩-তে তাঁদের জুটি সুপারহিট ছিল। এরপর ‘তেরে বিনা' গানেও তাঁদের রসায়ন পছন্দ করছেন দর্শকেরা।
তেরে বিনা গানটি গেয়েছেন সলমন নিজে। ঘোড়া সওয়ারি থেকে ক্যান্ডেল নাইট ডিনার, সবই রয়েছে ভিডিওতে। সলমন নিজের ইনস্টাগ্রামে ‘তেরে বিনা' মুক্তির খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে লিখেছেন, ‘আমি এই গানটা বানিয়েছি, গেয়েছি, শ্যুট করেছি এবং আপনাদের জন্য পোস্ট করেছি। এবার আপনারা এই গানটি শুনুন, গান এবং আপনার মতো করে গানটি ঘরে বসেই শ্যুট করে, পোস্ট করুন, শেয়ার করুন, ট্যাগ করুন আমায়। গানটি উপভোগ করুন।'
তেরে বিনার গীতিকার সাবির আহমেদ। সুর দিয়েছেন অজয় ভাটিয়া। মেক-আপ থেকে চুল, সেট সাজানো পুরোটাই করেছেন সলমন ও জ্যাকলিন। সলমন জানিয়েছেন, শ্যুটিংয়ের সময় মোট তিনজন ছিলেন। গানটি শুট হতে চারদিন সময় লেগেছে, এই চারদিন তাঁরা বিকেল সাড়ে পাঁচটা থেকে ৬.৩০-৭টা পর্যন্ত শুটিং করতেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement