Salman Khan : দাগী আসামি ! খুন, ডাকাতি সহ একাধিক অপরাধে নাম জড়িয়ে সলমনের বাড়ির সামনে গুলি চালানো দুষ্কৃতীর
Salman Khan Firing News: পুলিশ সূত্রের খবর,পেশাদার দুষ্কৃতী বিশাল ক্লাস টেন অবধি পড়াশোনা করেছে। হরিয়ানায় একাধিক হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িত বলে পুলিশের খাতায় নাম আছে গুরুগ্রামের বিশালের ।
মুম্বই : বান্দ্রায় সলমন খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য় করে গুলি চালানোর ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । সিসিটিভি ফুটেজ থেকে মিলেছে তাদের ছবি। দুজনের ছবিই সামনে এনেছে পুলিশ। সূত্রের খবর, দুই অভিযুক্তই গুলি চালানোর পর মাউন্ট মেরি চার্চের কাছে বাইকটি রেখে সেখান থেকে অটো বা অন্য কোনও গাড়িতে চম্পট দেয়। তাদের গন্তব্য ছিল বান্দ্রা রেলওয়ে স্টেশন। দুজনেই লোকাল ট্রেন ধরে সান্তাক্রুজে নেমে পড়ে। পুলিশের সন্দেহ, এরা দু'জনই মুম্বই শহরের বাইরে গা ঢাকা দিয়েছে। তবে পুলিশ এখনও ধন্দে, দুষ্কৃতীরা তারা সড়ক পথে না ট্রেনে পালিয়েছিল।
সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর কয়েক ঘন্টা পরে, জেলে বন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই সোশ্যাল মিডিয়া পোস্টে ঘটনার দায় স্বীকার তো করেইছে, উপরন্তু হুমকি , ও তো শুধুমাত্র "ট্রেলার"। সূত্রের খবর, দুই শ্যুটারের মধ্যে একজন হরিয়ানার গুরুগ্রামের। অন্যজন রোহিতও পেশাদারি শুটার। দুজনেই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত।
NDTV জানিয়েছে, পুলিশ সূত্রের খবর,পেশাদার দুষ্কৃতী বিশাল ক্লাস টেন অবধি পড়াশোনা করেছে। হরিয়ানায় একাধিক হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িত বলে পুলিশের খাতায় নাম আছে গুরুগ্রামের বিশালের । তার বিরুদ্ধে গুরুগ্রাম এবং দিল্লিতে পাঁচটিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। সূত্রের খবর, ২৯ ফেব্রুয়ারি রোহতকের একটি ধাবায় হত্যার ঘটনার সঙ্গেও এই বিশালের যোগ পাওয়া গিয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল সোমবার গুরুগ্রামে বিশালের বাড়িতে তল্লাশি চালায়।
অভিনেতা সলমন খানের বাড়ি লক্ষ্য় করে গুলি চালানোর ঘটনায় তদন্তভার নিয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সূত্রে খবর, যে মোটর বাইকে করে এসে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, সেটির রেজিস্ট্রেশন মহারাষ্ট্রের পানভেলের। সলমন খানের ফার্ম হাউসও পানভেলে। সূত্রের খবর, মোটর বাইকটির মালিকের তথ্য সংগ্রহ করছে পুলিশ। সেটি চুরি হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।
রবিবার বান্দ্রায় সলমন খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য় করে গুলি চালায় মোটর বাইকে করে আসা দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। মাথায় হেলমেট পরা ছিল তাদের। অভিনেতার বাড়ির নিরাপত্তারক্ষীদের বয়ানের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করে বান্দ্রা থানার পুলিশ। তারপর ঘটনায় তদন্তভার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন :