![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Salman Khan: সত্যিই কি হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন? সত্যিটা জানালেন 'বিগ বস' সঞ্চালক সলমন
Bigg Boss 16: কিছুদিন আগেই শোনা যায়, এই বছর 'বিগ বস' সঞ্চালনা করার জন্য নাকি হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন ভাইজান।
![Salman Khan: সত্যিই কি হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন? সত্যিটা জানালেন 'বিগ বস' সঞ্চালক সলমন Salman Khan On Rumours Of Charging ₹ 1,000 Crore For Bigg Boss 16, know in details Salman Khan: সত্যিই কি হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন? সত্যিটা জানালেন 'বিগ বস' সঞ্চালক সলমন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/29/6702bf989052e927609b967503cda92f1664392660806214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss 16)। চলতি বছর দেখা যাবে এর ১৬তম সিজন। আর এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে থাকছেন সেই সলমন খানই (Salman Khan)। ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রতিযোগীর নাম জানা যাচ্ছে প্রতিযোগী হিসেবে। মঙ্গলবার রাতে এর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রথম প্রতিযোগী আবদু রোজিকের নাম ঘোষণাও করেন সলমন খান। কিছুদিন আগেই শোনা যায়, এই বছর 'বিগ বস' সঞ্চালনা করার জন্য নাকি হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন ভাইজান। এ খবর যদিও সম্প্রচারিত চ্যানেল অথবা 'বিগ বস' নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। তাহলে এই খবর কি সত্যি? সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খুললেন সলমন খান।
'বিগ বস ১৬' সঞ্চালনার করার পারিশ্রমিক প্রসঙ্গে সলমন খান-
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার সলমন খান বলেন, 'সত্যিই যদি আমি এই টাকাটা পারিশ্রমিক হিসেবে পাই, তাহলে সারাজীবন আর কোনও কাজ করব না।' মজা করে ভাইজান আরও বলেন, 'যদি আমি এই টাকাটা পাই, আমার তো অনেক খরচও রয়েছে। আমার উকিলের খরচ রয়েছে। এখানে সলমন খান যা আয় করে, তা আসে আর যায়। এখানে আয়কর বিভাগ রয়েছে। ইডির পক্ষ থেকে দেখা হয়। আর তারা এই আয়ের উৎস খুঁজতে ঠিক চলে আসবে। কারণ, ওরা তো সত্যিটা জানতে চাইবে।'
আরও পড়ুন - Top Entertainment News Today: টলি থেকে বলি, আজকের সেরা বিনোদনের খবর
সলমন খান আরও বলেন, 'বারো বছর হয়ে গিয়েছে আমি 'বিগ বস' সঞ্চালনা করছি। এটা একটা দীর্ঘ জার্নি। আমি এটার সঙ্গে নিজেকে মানিয়ে ননিয়েছি। আমি এই খেলাটা পছন্দ করি। এটার থেকে অনেক কিছু শেখার আছে। আপনি অনেক মানুষের সঙ্গে মেলামেশা করতে পারবেন। এখানে এই চার মাসে অনেক কিছু শেখা যায়। আমরা এখানে সম্পর্ক তৈরি করি।'
প্রসঙ্গত, 'বিগ বস'-এর সঙ্গে ১৩ বছর ধরে জড়িয়ে রয়েছেন সলমন খান। বি টাউনের আরও বেশ কয়েকজন তারকা কয়েকটি সিজন এই রিয়েলিটি শো সঞ্চালনা করেন। কিন্তু তাঁদের সঞ্চালনায় সেভাবে জমে ওঠেনি 'বিগ বস'। ১৩ বছর ধরে 'বিগ বস' এবং সলমন খান, নাম দুটো যেন সমার্থক শব্দের মতে হয়ে গিয়েছে বহু দর্শকের কাছে। সেই ভাইজানই এবার শো সঞ্চালনা করার জন্য তিনগুন বেশি পারিশ্রমিক চেয়েছেন বলে খবর সূত্রের। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 'সলমন খান 'বিগ বস' সঞ্চালনা করার জন্য এতদিন যে টাকা পারিশ্রমিক নিতেন, তার থেকে অন্তত তিনগুন বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন। গত কয়েক সিজন ধরে তাঁর পারিশ্রমিক না বাড়ায়, চলতি সিজনের জন্য একসঙ্গে অনেকটা দর হাঁকিয়েছেন তিনি। এছাড়াও, চলতি সিজনে তিনি কিছুটা মনস্থিরও করে রেখেছেন যে, তাঁর পারিশ্রমিক যদি বাড়ানো না হয়, তাহলে তিনি শো সঞ্চালনা করবেন না। যদিও 'বিগ বস' কর্তৃপক্ষ কিংবা সলমন খানের পক্ষ থেকে অফিশিয়ালি এমন কোনও কথা জানান হয়নি।' বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি সিজনে ১০৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন সলমন খান। এর আগের সিজন পর্যন্ত ৩৫০ কোটি টাকা মতো পারিশ্রমিক নিতেন সলমন।কিন্তু চলতি সিজনে তা বেড়ে হতে পারে ১০৫০ কোটি টাকা। ভাইজানের এই পারিশ্রমিকের অঙ্ক জেনে চোখ কপালে উঠছে অনুরাগীদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)