Salman Khan: একতরফা উৎসাহ দেন তিনিই, কিন্তু সলমনের সিনেমা মুক্তির সময় হাত বাড়াল না বলিউড!
Salman Khan Sikandar: অনেকেই আবার মনে করেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেই সমর্থন করুক আর না করুক, সলমনের অনুরাগীরা তো রয়েছেন। তাঁর চিরকাল সলমনকে সমর্থন করে যাবেন।

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি 'সিকন্দর'। যদিও অনুরাগীদের ও সমালোচকদের কাছে সমালোচনাই পেয়েছে এই ছবি। অধিকাংশ প্রেক্ষাগৃহই ফাঁকা গিয়েছে। একটা সময়ে ঈদের দিন সলমন খানের (Salman Khan) সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহ ভরতে সময় লাগত না। কিন্তু এবারের ছবিটা একেবারেই আলাদা। ছবি মুক্তির পরেও অধিকাংশ প্রেক্ষাগৃহ ফাঁকাই থেকে গিয়েছে। এখানেই শেষ নয়, সমালোচলকদের অনেকেই বলেছেন, এই ছবির চিত্রনাট্য বেশ দুর্বল। অভিনয় বা সলমন খানের স্টারডম দিয়ে বাজিমাৎ করতে পারেনি এই সিনেমা। এমনকি শোনা যাচ্ছে, মুম্বইয়ের একাধিক প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহের পরে ছবি নামিয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে, সলমন খানের পুরনো একটি সাক্ষাৎকার। কী রয়েছে তাতে?
সাক্ষাৎকারে, সঞ্চালককে প্রশ্ন করতে দেখা যাচ্ছে, সলমন যে ছবিও মুক্তি পাক না কেন, সেই ছবির জন্য উৎসাহ দেন। সে নতুন অভিনেতা অভিনেত্রীর হোক বা পুরনো, সবসময় নতুন কোনও ছবি এলেই তার কথা বলেন সলমন। তবে সলমনের ছবি যখন মুক্তি পায়, তখন ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষই চুপ থাকে। এমনটা কেন হয়? এই প্রশ্ন আসতেই সলমন একটু হেসে বলেন, অনেকেই মনে করেন, আমার উৎসাহের প্রয়োজন পড়ে না হয়তো। কিন্তু আসল কথা হল, উৎসাহ সবার প্রয়োজন হয়।'
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মন ভেঙেছে অনুরাগীদের। কমেন্ট বক্সে অনেকেই 'ভাইজান'-এর পাশে দাঁড়ানোর কথা লিখেছেন। অনেকেই আবার মনে করেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেই সমর্থন করুক আর না করুক, সলমনের অনুরাগীরা তো রয়েছেন। তাঁর চিরকাল সলমনকে সমর্থন করে যাবেন। অনেকে আবার বলেছেন, রশ্মিকা মন্দানার সঙ্গে অসমবয়সী জুটিই সলমনের কাল হয়েছে। অনেকেই এই জুটিকে ভালভাবে নেয়নি। অনেকে আবার বলেছেন, সলমনের অতিরিক্ত ওজন বৃদ্ধিই এই সিনেমা ফ্লপ হওয়ার কারণ। তবে আদৌ 'সিকন্দর' ছবিটি কেমন ব্যবসা করবে, সেটা দেখার জন্য আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। সদ্য মুক্তি পেয়েছে এই সিনেমা। সলমনোচিত ওপেনিং না পেলেও অনেকের আশা, সলমনের এই সিনেমা ১০০ কোটির ক্লাব ছোঁবে।
View this post on Instagram






















