Salman Khan's 57th Birthday: 'আজ ভাই কা বার্থ ডে', প্রিয় ভাইজানের জন্মদিনের পার্টিতে উপস্থিত কারা?
Happy Birthday Salman Khan: সলমন খানের জন্মদিনের পার্টির থিম কালো রঙের পোশাক। উপস্থিত সকলের পরনেই ছিল তাই কালো রঙের পোশাক। কাকে কাকে দেখা গেল ভাইজানের জন্মদিনের পার্টিতে?
মুম্বই: আজ জন্মদিন বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan)। ৫৭ বছরে পা দিলেন তিনি। নিজের জন্মদিনে (Salman Khan Birthday) সলমন খান আয়োজন করেছেন বিশাল পার্টির। যেখানে আমন্ত্রিত বি টাউনের বহু তারকা। সলমন খানের জন্মদিনের পার্টির থিম কালো রঙের পোশাক। উপস্থিত সকলের পরনেই ছিল তাই কালো রঙের পোশাক। কাকে কাকে দেখা গেল ভাইজানের জন্মদিনের পার্টিতে?
[insta]
View this post on Instagram
">
">
সলমন খানের জন্মদিনের পার্টিতে উপস্থিত তারকারা-
এদিন সলমন খানের জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকতে দেখা গেল কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, জাহ্নবী কপূর, সোনাক্ষী সিনহা, সিদ্ধান্ত চতুর্বেদী, সুনীল শেট্টি এবং আরও অনেককে। পাপারাৎজ্জিদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সব তারকাই কালো পোশাকে হাজির হয়েছেন পার্টিতে।
">
">
">
প্রসঙ্গত, সলমন খানের জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায় শাহরুখ খানকে। এক ফ্রেমে দুই তারকাকে দেখে দারুণ খুশি নেটিজেনরা। একাধিকবার তাঁরা একে অপরকে আলিঙ্গন করেন। আর তা ফ্রেমবন্দি করতে দেরি করেননি সেখানে উপস্থিত কেউ।
আরও পড়ুন - Tunisha Sharma Death: কী কারণে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয় তুনিশার? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য়
">