Salman Khan: সলমনকে হুমকি মেল, গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ২১ বছরের সদস্য
Salman Khan News: হুমকি মেল পাওয়ার পর থেকেই আঁটোসাঁটো করা হয়েছিল সলমনের নিরাপত্তা। হুমকি ই-মেল পাওয়ার পরেই একটি এফআইআর করা হয়েছিল নায়কের টিমের তরফ থেকে
কলকাতা: গ্রেফতার সলমন খানকে (Salman Khan)-কে হুমকি ই-মেল পাঠানো ব্যক্তি। রবিবার মুম্বই ও যোধপুর পুলিশের যৌথ উদ্য়োগে গ্রেফতার করা হয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ধাকড়রাম বিষ্ণোইকে। ওই ব্যক্তির বয়স মাত্র ২১ বছর। সলমনকে হুমকি ই মেল পাঠানো হয়েছিল গত ১৮ মার্চ। সেখানে লেখা হয়েছিল, ‘মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হবে।’ কথা না শুনলে ‘ঝটকা’ খাবেন। আপাতত মুম্বই পুলিশের হেফাজতে রয়েছে ওই ব্যক্তি।
এই হুমকি মেল পাওয়ার পর থেকেই আঁটোসাঁটো করা হয়েছিল সলমনের নিরাপত্তা। হুমকি ই-মেল পাওয়ার পরেই একটি এফআইআর করা হয়েছিল নায়কের টিমের তরফ থেকে। এই এফআইআরও রুজু করা হয় বান্দ্রা থানায়। আর 'ভাইজান' এর আবাসস্থল বিলাসবহুল গ্যালেক্সি আবাসনে আরও জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। ২৪ ঘণ্টা পাহাড়ায় থাকছে পুলিশ, জমায়েত অনুমতি দেওয়া হচ্ছে না অনুরাগীদেরও।
হুমকি মেল পাওয়ার পরে, সলমনের টিমের তরফে ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২), ১২০(বি) ও ৩৪ নম্বর ধারায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও, গোল্ডি ব্রার বিরুদ্ধে মামলা হয়েছে। সূত্রের খবর, রোহিত গর্গ নামে জনৈক ব্যক্তি মেলটি পাঠায়। তাতে উল্লেখ করা হয়, কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার সলমন খানের সঙ্গে সরাসরি কথা বলতে চায়। এমনকী সম্প্রতি লরেন্স বিষ্ণোই এক সাক্ষাৎকারে জানিয়েছে, সলমন খানকে খুন করা-ই তার জীবনের লক্ষ্য।
এই ঘটনার পরে জোরদার করা হয়েছে সলমনের অফিস ও বাড়ির নিরাপত্তা ব্যবস্থা। পুলিশসূত্রে খবর, ২৪ ঘণ্টা ধরে সলমনের আবাসনের ওপর নজর রাখার জন্য মোতায়েন করা হয়েছে ১০ জন কনস্টেবলকে। দফায় দফায় সলমনের অ্যাপার্টমেন্টের ওপর নজর রাখছেন তাঁরা। 'দবং' অভিনেতার আবাসনের সামনে থেকে উধাও অনুরাগীদের ভিড়, উচ্ছ্বাসের সেই চেনা ছবি। নিরাপত্তা বজায় রাখতেই পুলিশের তরফ থেকে আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অনুরাগীদের জমায়েতের ওপর। অনুমতি ছাড়া প্রবেশের অধিকার পাচ্ছেন না অপরিচিত কোন মানুষই।
রবিবার গ্রেফতার হওয়া ২০২২ সালে অস্ত্র আইনে জোধপুরের সর্দারপুরায় এই ধাকড়রাম বিষ্ণোইয়ের নামে একটি মামলা দায়ের করা হয়। জোধপুরের লুনি এলাকার সিয়াগোর ধানি রোহিচা কালানের বাসিন্দা গ্রেফতার হওয়া এই যুবক। গ্রেফতারির পরই মুম্বই পাঠানো হয়েছে ধাকড়রাম বিষ্ণোইকে। এর আগেও পঞ্জাব পুলিশও ধাকড়রাম বিষ্ণোইয়ের খোঁজে জোধপুর আসে। নিহত গায়ক মুসেওয়ালাকে বার বার হুমকি পাঠাতে থাকেন এই বছর একুশের যুবক। ধাকড়রাম বিষ্ণোইয়ের গ্রেফতারির পরেও কিছুটা হলেও স্বস্তিতে সলমন খানের টিম।
Puja Banerjee: নায়িকা যখন মা, মেক আপ সারার ফাঁকেই ছেলেকে খাওয়াচ্ছেন পূজা, ছবি ভাইরাল