Salman Khan: 'খুন নয়, সলমনকে ভয় দেখানোই উদ্দেশ্য', নির্দেশ ছিল আনমোল বিষ্ণোইয়ের
Salman Khan News: এপ্রিল মাসের ১৪ তারিখে মুম্বইতে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এলোপাথাড়ি গুলি চলে। বাড়ির বাইরে সেই সময়ে কেউ ছিলেন না বলে হতাহত হয়নি কেউই
কলকাতা: সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি চলার ঘটনায় পেশ হল ১৭৩৫ পাতার একটি চার্জশিট। আর সেখানেই প্রকাশ্যে এল লরেন্স বিষ্ণোই গ্যাঙস-এর সঙ্গে শ্যুটারদের কথোপকথন। সেখানে জানা গিয়েছে, লরেন্স বিষ্ণোই শ্যুটারদের নির্দেশ দিয়েছিল, সলমন খান যেন ভয় পায়!
এপ্রিল মাসের ১৪ তারিখে মুম্বইতে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এলোপাথাড়ি গুলি চলে। বাড়ির বাইরে সেই সময়ে কেউ ছিলেন না বলে হতাহত হয়নি কেউই। গুলি লাগে সলমনের ফ্ল্যাটের ব্যালকনিতে ও দরজায়। সদ্য কোর্টে যে বিশেষ চার্জশিট পেশ হয়েছে, সেখানে প্রকাশ্যে এসেছে আনমোল বিষ্ণোই ঠিক কী নির্দেশ দিয়েছিলেন শ্যুটারদের? প্রসঙ্গত, এর আগেই সলমনের বাড়িতে হামলা চালানোর বিষয়ে দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং।
এই স্টেটমেন্টে সলমন খানের একটি বয়ানও রয়েছে। সেখানে 'ভাইজান' জানাচ্ছেন, তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণে মারতে চেয়েছিল আনমোল বিষ্ণোই। এখনও তাঁর ও তাঁর পরিবারের প্রত্যেকের প্রাণ ভয় রয়েছে। শ্যুটারদের বয়ানে এও রয়েছে, আনমোল বিষ্ণোই নির্দেশ দিয়েছিলেন সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি করছে। তাঁর বাড়ির সামনের রাস্তায় গুলি করতে। যেন বাইরে থাকলে মারা পড়তে পারতেন সলমন। 'ভাইজান'-কে ভয় দেখানোই ছিল এই হামলার আসল উদ্দেশ্য। আনমোল নাকি আরও বলেছিলেন, শ্যুটারদের যেন সিসিটিভি ক্যামেরায় দেখতে নির্ভীক লাগে। শরীরী ভাষায় যেন না থাকে ভয়।
শ্যুটারদের মধ্যে গুপ্তা ও পালের সঙ্গে সমানে সরাসরি যোগাযোগ রেখে চলেছিলেন আনমোল। কাজ শেষ হয়ে যাওয়ার পরে উচ্ছ্বসিত আনমোল নাকি বলেছিলেন, 'তোমরা তো দুর্দান্ত কাজ করেছো। ইতিহাস তৈরি করে ফেলেছো।' সলমনের বাড়িতে গুলিকাণ্ডে গ্রেফতার হয় ৩ জন শ্যুটার। ৩ জনেই আপাতত বিচারাধীন বন্দি। চার্জশিটে সলমনের বাড়িতে গুলিকাণ্ডে লরেন্স বিষ্ণোই, রৌতরণ বিষ্ণোই ও আনমোল বিষ্ণোইকে দোষী হিসেবে দেখানো হয়েছে। আনমোল কানাডায় থাকে, তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট নোটিশ।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।