সলমন খানের ছবিতে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন বাঙালি মৌনী রায়?
মুম্বই: খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যেতে পারে ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী মৌনী রায়কে। জোর জল্পনা, বলিউডে তাঁর আত্মপ্রকাশের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন তাঁর ‘বিগ বস’ সলমন খান।
টিনসেল টাউনের খবর অনুযায়ী, খুব শীঘ্র নিজস্ব প্রযোজনায় একটি ছবি তৈরি করতে চলেছেন ‘ভাইজান’। আর সেখানেই দেখা যাবে মৌনীকে। এ-ও শোনা যাচ্ছে, ছবিতে ভারতীয় ঐতিহ্য-সংস্কৃতির প্রতি নিষ্ঠাবান এক মহিলার চরিত্রে দেখা যাবে।
প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে এখন দেশের প্রতিটি কোনে পৌঁছে গিয়েছে মৌনীর নাম। গত ৬ বছর ধরে তিনি টেলিভিশনে চুটিয়ে অভিনয় করে চলেছেন। ‘নাগিন’ ও ‘নাগিন ২’ সিরিয়ালে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে।
এছাড়া, ‘কিঁয়ুকি সাস ভি কভি বহু থি’, ‘দেবো কা দেব-মহাদেব’ এবং ‘জুনুন- অ্যায়সি নফরত তো ক্যায়সা ইশক’ সিরিয়ালেও অভিনয় করেছেন এই বঙ্গতনয়া। পাশাপাশি, সলমন খান সঞ্চালিত বিগ বস-এও দেখা যায় মৌনীকে।