এক্সপ্লোর
বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাচ্ছেন সলমন? কোথায় জানুন...

মুম্বই: মুম্বই গিয়ে কেউ বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নাম করলেই লোকে ঝটতিতে তাঁর মুখটাই মনে করেন। তিনি বলিউড সুপারস্টার সলমন খান। যার সামনে প্রতিদিন বহু ভক্ত জমায়েত করেন তাঁদের প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য। এহেন টিনসেল টাউনে জোর জল্পনা, বহুদিনের ঠিকানা গ্যালাক্সি থেকে সপরিবার অন্যত্র চলে যেতে চলেছেন সলমন। এই গ্যালাক্সিতে বেড়ে ওঠা সলমনের। এখানেই রয়েছে বহু সুখ-দুঃখের স্মৃতি। এক কথায় সলমনের ব্যক্তিত্বের সঙ্গে প্রায় সমোচ্চারিত হত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নাম। সম্প্রতি, ‘ভাইজান’ যখন গাড়ি চাপা মামলায় জর্জরিত, তখন বাণিজ্যনগরীর যাবতীয় সংবাদমাধ্যমের কাছে অন্যতম ‘বিট’ ছিল এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। তাহলে, সেই গ্যালাক্সি থেকে চলে যেতে চাইছেন কেন সলমন? ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পরিবারের জন্য লিঙ্কিং রোডে লিটল স্টার নামে এক বাড়ি কিনেছেন ‘দবাং’ অভিনেতা। খবর, বর্তমানে সেখানে কাজ চলছে। তা শেষ হলেই সপরিবারে পাকাপাকিভাবে সেখানেই গিয়ে উঠবেন সলমন। তবে, গ্যালাক্সি হাতছাড়া করবেন না বলেও জানা গিয়েছে। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, গোটা খান পরিবারই গ্যালাক্সি নিয়ে ভীষণই আবেগপ্রবণ ও কুসংস্কারাচ্ছন্ন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















