'Kick 2': সলমন খান নিয়ে ফিরছেন 'কিক ২'! বিপরীতে কোন নায়িকা? কী তথ্য দিলেন সাজিদ নাদিয়াদওয়ালা?
Salman Khan: বলিউডের প্রিয় ভাইজান ফিরছেন 'কিক ২' ছবির হাত ধরে। শুক্রবার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ইনস্টাগ্রামে একটি ক্যান্ডিড ফটোশ্যুট থেকে ছবি পোস্ট করেন সলমনের।
মুম্বই: সলমন খান (Salman Khan) অভিনীত 'কিক' (Kick) ছবির কথা মনে আছে? পছন্দের সিনেমা? তাহলে রয়েছে সুখবর। আসছে 'কিক ২' (Kick 2)। বলিউড তারকা ঘোষণা করেছেন যে তিনি ফিরছেন 'কিক ২' নিয়ে। আপনারা তৈরি তো?
সলমন খান নিয়ে ফিরছেন 'কিক ২', শুরু প্রস্তুতিপর্ব?
বলিউডের প্রিয় ভাইজান ফিরছেন 'কিক ২' ছবির হাত ধরে। শুক্রবার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) ইনস্টাগ্রামে একটি ক্যান্ডিড ফটোশ্যুট থেকে ছবি পোস্ট করেন সলমনের। সেখানে দেখা যাচ্ছে রীতিমতো নিজের বাইসেপস প্রদর্শন করছেন সলমন। যদিও সাধারণ মানুষের নজর কেড়েছে সাজিদের ক্যাপশন।
অনুরাগীদের উত্তেজনা বাড়িতে সাজিদ নাদিয়াদওয়ালা ছবির ক্যাপশনে লেখেন, 'ইট ওয়াজ এ গ্রেট কিক ২ ফটো শ্যুট সিকন্দর!!! ফ্রম গ্র্যান্ড সাজিদ নাদিয়াদওয়ালা'। ঘুরিয়ে লেখা ইঙ্গিতপূর্ণ এই ক্যাপশন থেকেই অনুরাগীরা নিশ্চিত হয়ে যান যে 'সিকন্দর' নিয়ে আসছেন 'কিক ২'। নিমেষের মধ্যে অনুরাগীরা কমেন্ট সেকশন ভরিয়ে দেন 'কিক ২' প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে।
View this post on Instagram
এক অনুরাগী লেখেন, 'দারুণ উত্তেজিত... 'কিক ২' আসার অপেক্ষায় রইলাম'। আবার একজন লেখেন, 'সেরা খবর... শুভেচ্ছা ভাইজান।' সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত 'কিক' মুক্তি পায় ২০১৪ সালে। এই সিনেমায় সলমন ছাড়াও অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, রণদীপ হুডা, জ্যাকলিন ফার্নান্ডেজ।
আরও পড়ুন: 'Alpha' Release Date: বড়দিনে বড়পর্দায় একসঙ্গে আলিয়া-শর্বরী, 'আলফা'র মুক্তির তারিখ ঘোষণা
আপাতত সলমন খান ব্যস্ত তাঁর আগামী ছবি 'সিকন্দর' নিয়ে। এ আর মুরুগাদোস এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আগামী ইদে মুক্তি পাবে 'সিকন্দর'। ২০২৪ সালের মে মাসে প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় রশ্মিকা মান্দানা এই ছবির অংশ হতে চলেছেন। ২০২৫ সালের ইদে পর্দায় দেখা যাবে সলমন খান ও রশ্মিকা মান্দানার ম্যাজিক। এছাড়া সলমনকে এরপর 'বিগ বস'-এর ১৮তম সিজনের সঞ্চালনা করতে দেখা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।