এক্সপ্লোর

শুধু অরিজিতই নয়, এই চারজনের সঙ্গেও আদৌ বনিবনা নেই সলমনের

1/6
স্টারডমের অহমিকাই তাঁর  রাগের কারণ নয়। আসলে কেরিয়ারের শুরু থেকেই রাগী স্বভাবের সলমন। ১৯৯৪-এ আন্দাজ আপনা আপনা সিনেমা থেকে সলমন আমির খানের বন্ধু মতো বন্ধু পেয়েছিলেন। সেইসঙ্গে কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে বিবাদও হয় সেখানেই। স্বয়ং সরোজ একটি সাক্ষাত্কারে অভিযোগ করেছিলেন, সলমন তাঁর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করেছিলেন। সরোজের দাবি সলমন তাঁকে হুমকি দিয়ে বলেছিলেন, এখন তো আমিরকে বেশি পাত্তা দিচ্ছেন। দেখবেন, একদিন আমি সবচেয়ে বড় তারকা হব এবং তখন আপনার সঙ্গে কাজ করব না। এরপর থেকে দুজনের আর কখনও একসঙ্গে কাজ করেননি।
স্টারডমের অহমিকাই তাঁর রাগের কারণ নয়। আসলে কেরিয়ারের শুরু থেকেই রাগী স্বভাবের সলমন। ১৯৯৪-এ আন্দাজ আপনা আপনা সিনেমা থেকে সলমন আমির খানের বন্ধু মতো বন্ধু পেয়েছিলেন। সেইসঙ্গে কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে বিবাদও হয় সেখানেই। স্বয়ং সরোজ একটি সাক্ষাত্কারে অভিযোগ করেছিলেন, সলমন তাঁর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করেছিলেন। সরোজের দাবি সলমন তাঁকে হুমকি দিয়ে বলেছিলেন, এখন তো আমিরকে বেশি পাত্তা দিচ্ছেন। দেখবেন, একদিন আমি সবচেয়ে বড় তারকা হব এবং তখন আপনার সঙ্গে কাজ করব না। এরপর থেকে দুজনের আর কখনও একসঙ্গে কাজ করেননি।
2/6
সলমন ও ঐশ্বর্যর সম্পর্কের কথা তো সবাই জানেন। হম দিল দে চুকে সনম সিনেমার সেট থেকে সেই সম্পর্কের শুরু। তাঁদের দুজনের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ কয়েকটি পেজ ৩ ম্যাগাজিনের শিরোনামও হয়েছে। এরপর দুজনের তীব্র বিবাদ শুরু হয়। শেষপর্যন্ত সম্পর্ক বিচ্ছেদ ঘটে।
সলমন ও ঐশ্বর্যর সম্পর্কের কথা তো সবাই জানেন। হম দিল দে চুকে সনম সিনেমার সেট থেকে সেই সম্পর্কের শুরু। তাঁদের দুজনের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ কয়েকটি পেজ ৩ ম্যাগাজিনের শিরোনামও হয়েছে। এরপর দুজনের তীব্র বিবাদ শুরু হয়। শেষপর্যন্ত সম্পর্ক বিচ্ছেদ ঘটে।
3/6
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাগী মনোভাব ও উদ্ধত স্বভাবের জন্যই সলমনের সঙ্গে অনেকের সঙ্গে বিবাদ তৈরি হয়। এ ধরনের একটা ঘটনা বলিউডের অপর অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গেও ঘটেছে। সলমনের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের যখন সম্পর্ক বিচ্ছেদ হয়, তখন ঐশ্বর্যর বলিউডে কেরিয়ার তেমন কিছু ছিল না। ওই সময় বিবেকের সাহায্য পান ঐশ্বর্য। তাঁদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। যা একেবারেই পছন্দ হয়নি সলমনের। তিনি বিবেককে ঐশ্বর্যর থেকে দূরত্ব বজায় রাখতে বলেন এবং প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়ে বসেন বলে অভিযোগ। এর পাল্টা হিসেবে বিবেক প্রেস বৈঠক করে সলমনকে প্রকাশ্যে লড়াইয়ের চ্যালেঞ্জ দেন। এরপর অবশ্য ঐশ্বর্যর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটে বিবেকের। বিবেক বেশ কয়েকবার সলমনের কাছে দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু ভাইজানের মন তাতে গলেনি।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাগী মনোভাব ও উদ্ধত স্বভাবের জন্যই সলমনের সঙ্গে অনেকের সঙ্গে বিবাদ তৈরি হয়। এ ধরনের একটা ঘটনা বলিউডের অপর অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গেও ঘটেছে। সলমনের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের যখন সম্পর্ক বিচ্ছেদ হয়, তখন ঐশ্বর্যর বলিউডে কেরিয়ার তেমন কিছু ছিল না। ওই সময় বিবেকের সাহায্য পান ঐশ্বর্য। তাঁদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। যা একেবারেই পছন্দ হয়নি সলমনের। তিনি বিবেককে ঐশ্বর্যর থেকে দূরত্ব বজায় রাখতে বলেন এবং প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়ে বসেন বলে অভিযোগ। এর পাল্টা হিসেবে বিবেক প্রেস বৈঠক করে সলমনকে প্রকাশ্যে লড়াইয়ের চ্যালেঞ্জ দেন। এরপর অবশ্য ঐশ্বর্যর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটে বিবেকের। বিবেক বেশ কয়েকবার সলমনের কাছে দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু ভাইজানের মন তাতে গলেনি।
4/6
সলমনের ববিবনা নেই রণবীর কপূরের সঙ্গেও। দুজনের শত্রুতার কারণ ক্যাটরিনা কাইফ বলে জল্পনা। কিন্তু মতবিরোধের এই বীজ রণবীরের সিনেমায় অভিষেক হওয়ার আগে থেকেই পোঁতা হয়ে গিয়েছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাঁওরিয়া সিনেমার রিলিজ হওয়ার আগে এক পার্টিতে রণবীরের সঙ্গে দেখা হয় সলমনের। কিন্তু কোনও কারণে দুজনের মধ্যে মতভেদ হয়। সলমন প্রকাশ্যেই হুলুস্থুল ফেলে দিয়েছিলেন। এরপর রণবীর পার্টি ছেড়ে চলে যান। এ ব্যাপারে কথা বলতে গিয়ে একবার রণবীরের বাবা ঋষি কপূর বলেছিলেন, এক গলযোগপূর্ণ তারকার জন্য পুরো ইন্ডাস্ট্রিই নাজেহাল। পরে অবশ্য বিষয়টির নিষ্পত্তি হয়।সলমন রণবীরের অজব প্রেম কি গজব কহানি-তে ক্যামিও চরিত্রে অভিনয়ও করেন। কিন্তু রণবীরের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা সলমনকে রুষ্ট করে। সলমন ও ক্যাটরিনার মধ্যে এখন ভালো বন্ধুত্ব রয়েছে। কিন্তু রণবীরের সঙ্গে সলমনের সম্পর্কের মেরামতি অধরাই রয়ে গিয়েছে।
সলমনের ববিবনা নেই রণবীর কপূরের সঙ্গেও। দুজনের শত্রুতার কারণ ক্যাটরিনা কাইফ বলে জল্পনা। কিন্তু মতবিরোধের এই বীজ রণবীরের সিনেমায় অভিষেক হওয়ার আগে থেকেই পোঁতা হয়ে গিয়েছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাঁওরিয়া সিনেমার রিলিজ হওয়ার আগে এক পার্টিতে রণবীরের সঙ্গে দেখা হয় সলমনের। কিন্তু কোনও কারণে দুজনের মধ্যে মতভেদ হয়। সলমন প্রকাশ্যেই হুলুস্থুল ফেলে দিয়েছিলেন। এরপর রণবীর পার্টি ছেড়ে চলে যান। এ ব্যাপারে কথা বলতে গিয়ে একবার রণবীরের বাবা ঋষি কপূর বলেছিলেন, এক গলযোগপূর্ণ তারকার জন্য পুরো ইন্ডাস্ট্রিই নাজেহাল। পরে অবশ্য বিষয়টির নিষ্পত্তি হয়।সলমন রণবীরের অজব প্রেম কি গজব কহানি-তে ক্যামিও চরিত্রে অভিনয়ও করেন। কিন্তু রণবীরের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা সলমনকে রুষ্ট করে। সলমন ও ক্যাটরিনার মধ্যে এখন ভালো বন্ধুত্ব রয়েছে। কিন্তু রণবীরের সঙ্গে সলমনের সম্পর্কের মেরামতি অধরাই রয়ে গিয়েছে।
5/6
অরিজিতের সঙ্গে সলমনের ঠাণ্ডাযুদ্ধের সূচনা ২০১৪-তে। ওই বছরই আশিকি ২ সিনেমার তুম হি হো গানের জন্য পুরস্কার পেয়েছিলেন অরিজিত। পুরস্কার নিতে যেতে একটু দেরি হয়েছিল অরিজিতের। সেজন্য মজা করার ভঙ্গিতে সলমন বলেছিলেন, ঘুমিয়ে পড়েছিলে নাকি? এর জবাবে অরিজিতও মজার ছলেই  বলেন, আপনারা তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।  ব্যাস, এতেই মেজাজ চড়ে যায় সলমনের। তখন অরিজিতের মতো গলা নকল করে সলমন বলেছিলেন, আপনারা যতক্ষণ এ রকম গান গাইতে থাকবেন, আমরা শুয়েই থাকব। সলমন ও অরিজিতের এই লড়াই চার বছরের বেশি হয়ে গিয়েছে। কিন্তু সলমন অরিজিতকে ক্ষমা করতে প্রস্তুত নন।
অরিজিতের সঙ্গে সলমনের ঠাণ্ডাযুদ্ধের সূচনা ২০১৪-তে। ওই বছরই আশিকি ২ সিনেমার তুম হি হো গানের জন্য পুরস্কার পেয়েছিলেন অরিজিত। পুরস্কার নিতে যেতে একটু দেরি হয়েছিল অরিজিতের। সেজন্য মজা করার ভঙ্গিতে সলমন বলেছিলেন, ঘুমিয়ে পড়েছিলে নাকি? এর জবাবে অরিজিতও মজার ছলেই বলেন, আপনারা তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। ব্যাস, এতেই মেজাজ চড়ে যায় সলমনের। তখন অরিজিতের মতো গলা নকল করে সলমন বলেছিলেন, আপনারা যতক্ষণ এ রকম গান গাইতে থাকবেন, আমরা শুয়েই থাকব। সলমন ও অরিজিতের এই লড়াই চার বছরের বেশি হয়ে গিয়েছে। কিন্তু সলমন অরিজিতকে ক্ষমা করতে প্রস্তুত নন।
6/6
বলিউডে সলমন নিজের কাজের চেয়ে বিতর্কের জেরেই অনেক বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি গায়ক অরিজিত সিংহর সঙ্গে সলমনের বিবাদের জল্পনা বেশ শোরগোল ফেলে দিয়েছে।
বলিউডে সলমন নিজের কাজের চেয়ে বিতর্কের জেরেই অনেক বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি গায়ক অরিজিত সিংহর সঙ্গে সলমনের বিবাদের জল্পনা বেশ শোরগোল ফেলে দিয়েছে।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
RG Kar Case: রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
West Bengal LIVE News: RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
Suri News: স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News: ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে আগুন, জেলছুট বন্দিদের তথ্য় লোপাটের চেষ্টা ? উঠছে প্রশ্ন | ABP Ananda LIVEBangladesh News: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই রাজ্যের সীমান্তে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা | ABP Ananda LIVEBangladesh News: ব্যবসায়ী ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ, যুক্ত ছিল অস্ত্রপাচারে ? | ABP Ananda LIVEBangladesh: 'বছরের পর বছর ধর চিন্ময়কৃষ্ণকে বন্দি রাখতে চাইছে ইউনূস সরকার', অভিযোগ রবীন্দ্র ঘোষের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AUS 4th Test: স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
স্টিভ স্মিথের ঐতিহাসিক শতরান, ভারতের ফিকে বোলিংয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
RG Kar Case: রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
রিপোর্ট ভুল করাতেই ইচ্ছাকৃতভাবে DNA নমুনা বিকৃত? RG Kar তদন্তে বিস্ফোরক প্রশ্ন
West Bengal LIVE News: RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
RG Kar-এ নিহত চিকিৎসকের DNA নমুনায় কি ইচ্ছাকৃতভাবে অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে?
Suri News: স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
স্ত্রীর মনজয়ে পুরসভার Love গ্লোসাইন চুরি, পাকড়াও করে গোলাপের তোড়া কিনে দিল পুলিশই, থানাতেই প্রেম নিবেদন শেষে
India vs Australia Live: দিনের শুরুতেই কোণঠাসা ভারত, স্মিথ-কামিন্সের দৌরাত্ম্যে লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ৪৫৪/৭
দিনের শুরুতেই কোণঠাসা ভারত, স্মিথ-কামিন্সের দৌরাত্ম্যে লাঞ্চে অস্ট্রেলিয়ার স্কোর ৪৫৪/৭
Alipur Duar: পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
India vs Australia Live: ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬
ব্যাটারদের দাপটের দিনেও উজ্জ্বল বুমরা, বক্সিং ডে-র প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়া ৩১১/৬
Fake Passport: পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ১, এই নিয়ে পুলিশের জালে মোট ৬
পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ১, এই নিয়ে পুলিশের জালে মোট ৬
Embed widget