এক্সপ্লোর
শুধু অরিজিতই নয়, এই চারজনের সঙ্গেও আদৌ বনিবনা নেই সলমনের
1/6

স্টারডমের অহমিকাই তাঁর রাগের কারণ নয়। আসলে কেরিয়ারের শুরু থেকেই রাগী স্বভাবের সলমন। ১৯৯৪-এ আন্দাজ আপনা আপনা সিনেমা থেকে সলমন আমির খানের বন্ধু মতো বন্ধু পেয়েছিলেন। সেইসঙ্গে কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে বিবাদও হয় সেখানেই। স্বয়ং সরোজ একটি সাক্ষাত্কারে অভিযোগ করেছিলেন, সলমন তাঁর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগ করেছিলেন। সরোজের দাবি সলমন তাঁকে হুমকি দিয়ে বলেছিলেন, এখন তো আমিরকে বেশি পাত্তা দিচ্ছেন। দেখবেন, একদিন আমি সবচেয়ে বড় তারকা হব এবং তখন আপনার সঙ্গে কাজ করব না। এরপর থেকে দুজনের আর কখনও একসঙ্গে কাজ করেননি।
2/6

সলমন ও ঐশ্বর্যর সম্পর্কের কথা তো সবাই জানেন। হম দিল দে চুকে সনম সিনেমার সেট থেকে সেই সম্পর্কের শুরু। তাঁদের দুজনের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ কয়েকটি পেজ ৩ ম্যাগাজিনের শিরোনামও হয়েছে। এরপর দুজনের তীব্র বিবাদ শুরু হয়। শেষপর্যন্ত সম্পর্ক বিচ্ছেদ ঘটে।
Published at : 20 Feb 2018 04:36 PM (IST)
View More






















