এক্সপ্লোর
Advertisement
সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা সেন অভিনীত ওয়েব সিরিজের প্রচার, তীব্র সমালোচনার মুখে সলমন খান
সুশান্তের মৃত্যুর পর থেকে বলিউডের যে তারকারা সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন, তাঁদের অন্যতম সলমন।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর থেকেই বলিউডে স্বজনপোষণ, তারকাদের ঘনিষ্ঠদের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা সেন অভিনীত ওয়েব সিরিজ ‘আর্য’-র প্রচার করে নেটিজেনদের রোষের মুখে পড়লেন সলমন খান। অনেকেই তাঁর তীব্র সমালোচনা করছেন।
গতকাল ট্যুইটারে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন সলমন। এই ভিডিওতে তিনি সবাইকে ‘আর্য’ দেখার আহ্বান জানান। একইসঙ্গে তিনি লেখেন, ‘আর্যকে স্বাগত জানাতে হবে। দুর্দান্ত প্রত্যাবর্তন এবং অসাধারণ শো। সুস্মিতাকে অভিনন্দন জানাই।’ এরপরেই অনেকে তাঁকে কটাক্ষ করেছেন। একজন লেখেন, ‘আঙ্কল, আপনি যদি সরে যান, তাহলে আমাদের মতো বাচ্চারা প্রতিভার পরিচয় দিতে পারব।’ অন্য একজন লেখেন, ‘আপনি একজন খুনি।’ অপর একজন লেখেন, ‘এখন আপনার কেরিয়ার বিপদের মুখে।’
Swagat toh karo Aarya ka! What a comeback and what a show! Congratulations @thesushmitasen aur dher saara pyaar! @DisneyplusHSVIP pic.twitter.com/DSdDfpM0AA
— Salman Khan (@BeingSalmanKhan) June 27, 2020
সুশান্তের মৃত্যুর পর থেকে বলিউডের যে তারকারা সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন, তাঁদের অন্যতম সলমন। বিহারের মুজফফরাবাদ আদালতে সলমন, কর্ণ জোহর, একতা কপূরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কয়েকদিন আগে পটনার কার্গিল চকে সলমন ও কর্ণের কুশপুতুল দাহ করেছে জন অধিকার স্টুডেন্টস কাউন্সিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement