এক্সপ্লোর
Advertisement
দেখুন: ‘ফোন তো উঠা লেতা মেরা’, ভিডিও পোস্ট করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অনুযোগ সলমনের, জবাবে শাহরুখ বললেন, ‘খুব মিস করেছি তোমায়’
গত শনিবার ছিল বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ৫৪ তম জন্মদিন। ওইদিন অনুরাগী ও বলিউডের সহ শিল্পীরা কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই তালিকায় ছিলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খানও। বেশ অভিনব কায়দায় দীর্ঘদিনের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সলমন।
নয়াদিল্লি: গত শনিবার ছিল বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ৫৪ তম জন্মদিন। ওইদিন অনুরাগী ও বলিউডের সহ শিল্পীরা কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই তালিকায় ছিলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খানও। বেশ অভিনব কায়দায় দীর্ঘদিনের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সলমন। তিনি সোনাক্ষী সিনহা, ডেইসি শাহ, সোহেল খান, জ্যাকলিন ফার্নান্ডেজ ও মণীশ পলের মতো তারকাদের সঙ্গে ‘দাবাং’ ট্যুরে হায়দরাবাদে ছিলেন। শাহরুখের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সলমন। ভিডিওতে তাঁর সমগ্র দলকে ওই বিশেষ দিনে শাহরুখকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে। ভিডিওতে সলমন অ্যান্ড কোং-কে হ্যাপি বার্থডে গান গাইতে শোনা গিয়েছে। সলমনকে শাহরুখের সুপরিচিত রোমান্টিক পোজ দিতেও দেখা যায়। ভিডিও-র একেবারে শেষে শাহরুখ তাঁর ফোন না ধরায় অনুযোগও করতে শোনা যায় সলমনকে। তিনি বলেন, ‘আবে তুঝে ফোন কিয়া থা...ফোন তো উঠা লেতে মেরা..।’
একথা শুনে সোনাক্ষীও মজার ছলেই বলেন, ‘ভেরি ব্যাড..ভেরি ব্যাড’।
বন্ধুর এই অভিনব হৃদয়স্পর্শী শুভেচ্ছা বার্তা মন কেড়ে নেয় শাহরুখের। তিনি সঙ্গে সঙ্গে এর জবাব দেন। ওই ভিডিওতে শাহরুখ মন্তব্য করেন, ‘ধন্যবাদ ভাই, আজ তোমাকে খুব মিস করেছি। কিন্তু তুমি হায়দরাবাদে লোকজনের মনোরঞ্জন করছ, ওই শহরটা আমার মায়ের! শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তাড়াতাড়ি ফিরে এস, যাতে জন্মদিনের আলিঙ্গনটা তোমার কাছ থেকে পাই’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement