Salman On ODI World Cup 2023: 'ভারত কাল জিতবে,তারপর..', কী বার্তা সলমনের ?
Salman ODI World Cup: রবিবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল, দেড়শো কোটির বুকধুকপুকের মাঝে, আর এবার টাইগার ৩ এর মঞ্চ থেকে কী বার্তা দিলেন সলমান খান ?
মুম্বই: দুই দশক পর ফের বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup 2023) মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। স্বাভাবিকভাবেই ভারতীয়দের মনে আজও জ্বলজ্যান্ত জোহানেসবার্গের স্মৃতি। বদলাবে কি প্রেক্ষাপট ? দেড়শো কোটির বুকধুকপুকের মাঝে, আর এবার টাইগার ৩ এর মঞ্চ থেকে কী বার্তা দিলেন সলমান খান ?
#WATCH | Mumbai: Superstar #SalmanKhan during a fan event of #Tiger3 expressed confidence that Team India will win the World Cup title clash against Australia on Sunday.
— ANI (@ANI) November 18, 2023
"India won all matches so far and during the ongoing World Cup, we came up with Tiger 3. Our film drew good… pic.twitter.com/O4WMik1uoG
সেইবার জোহানেসবার্গে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। মূলত ২০০৩ সালে ভারতীয় ক্রিকেট দল নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। স্বাভাবিকভাবেই তাই এবার বাড়তি পারদ চড়েছে। প্রহর গুণছে গোটা ভারত। এদিকে সেই বিশ্বকাপ ফাইনালের আগের রাতেই সলমন আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, 'আগামীকাল ভারতই জিতবে। আর আপনারা সবাই তারপর ফের থিয়েটারে ফিরে আসবেন।'
তবে বলাইবাহুল্য যেহেতু আবার বছর ২০ পর ফের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তাই শেষ রাতে ম্যাচ ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আগামীকাল বিকেলে আমদাবাদে গিয়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ফাইনাল উপলক্ষে স্টেডিয়ামে থাকতে পারেন তিনি। ম্যাচ দেখতে আসবেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। ফাইনাল উপলক্ষে দিল্লি থেকে আমদাবাদ বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল।
অপরদিকে, বিশ্বকাপে ভারতের নিশ্চিত জয়ের পর যে কারণে থিয়েটারে ফিরতে বললেন, সেই বিষয়ে ফেরা যাক। টাইগার ৩' হল YRF স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। সলমান এবং ক্যাটরিনা কাইফ ছাড়াও, অ্যাকশন প্যাকড মুভিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। ছবিতে ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃতিক রোশন।
আরও পড়ুন, বাবাকে হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রী সুদীপ্তার, বললেন..
'টাইগার ৩' হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।ছবি মুক্তির আগে টাইগার ৩ ছবি নিয়ে ট্যুইট করেছিলেন সলমন খান। তিনি বলেন,' আমরা অনেক আবেগের সঙ্গে টাইগার ৩ ছবিটি তৈরি করেছি।..আপনার জন্য আমাদের পক্ষ থেকে নিখুঁত দীপাবলি উপহার।' প্রসঙ্গত, সলমন এবং ক্যাটরিনা কাইফের কেমিস্ট্রি বরাবরের জন্য বক্সঅফিসে হিট নিয়ে আসে। আগেও এর নির্দশন পাওয়া গিয়েছে। আর সেই প্রভাবই ফের আরও একবার পড়ল সলমন খানের টাইগার ৩ ছবিতে।