এক্সপ্লোর
পাক ফ্যানের স্পেশাল গিফট সলমনকে

দুবাই: একেই বলে ক্যারিশমা! সলমন খানে মুগ্ধ এক পাকিস্তানি ফ্যান ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে তাঁর জন্মতারিখ খোদাই করা একটি নম্বরপ্লেট কিনে ফেলেছেন। দুবাইয়ে বাসরত ওই ব্যবসায়ীর নাম অ্যালি মালিক। যে ভেহিকল নাম্বার প্লেট তিনি কিনেছেন, এস সিরিজের ওই প্লেটটির নম্বর ২৭/১২, সলমনের জন্মতারিখ অনুযায়ী। প্রায় ২,১০,০০০ টাকা দিয়ে ওই নম্বর প্লেটটি কিনেছেন তিনি। মালিক ওই নম্বর প্লেট সলমনকে উপহার দিতে চান। তাঁর ইচ্ছে, সেটি বিক্রি করে যে অর্থ জোগাড় হবে, তা সলমন যেন নিজের দাতব্য সংস্থা দুবাই কেয়ার্স ও বিইং হিউম্যানের কাজে লাগান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















