Shaakuntalam: হঠাৎই 'শকুন্তলম'-এর প্রচার বাতিল সামান্থার! কারণ জানালেন ট্যুইটে
Shaakuntalam: 'শকুন্তলম'-এর প্রচারে থাকতে পারছেন না সামান্থা। কেন?
কলকাতা: আগামী ১৪ই এপ্রিল মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভুর ছবি 'শকুন্তলম'। হাতে আর মাত্র কয়েকদিন। তাই প্রচারও চলছে জমিয়ে। তবে এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য। জানাযাচ্ছে 'শকুন্তলম'-এর প্রচারে থাকতে পারছেন না সামান্থা। কারণটাও নিজেই ট্য়ুইট করে জানালেন অভিনেত্রী। তিনি জানালেন, তিনি জ্বরে কাতর। অবস্থা এতটাই খারাপ যে, তাঁর গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না। আর সেই কারণেই 'শকুন্তলম'-এর প্রচারে গরহাজির থাকতে হচ্ছে তাঁকে।
(1/2)I was really excited to be amongst you all this week promoting my film and soaking in your love.
Unfortunately the hectic schedules and promotions have taken its toll, and I am down with a fever and have lost my voice.
">
প্রসঙ্গত, দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রথ প্রভুকে (Samantha Ruth Prabhu) 'শকুন্তলম' (Shakuntalam) ছবিতে দেখা যাবে শকুন্তলার চরিত্রে। কয়েকদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছিল বন্য পরিবেশে ময়ূর, হরিণ, হাঁস ও আরও কিছু বন্যপ্রাণীর সঙ্গে বসে রয়েছেন তিনি। নেট দুনিয়ায় অভিনেত্রীর এমন ছবি পোস্ট হতেই হইচই পড়ে গিয়েছিল।
ছবি পোস্ট করে সামান্থা লিখেছিলেন, 'শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা'। অভিনেত্রীর পোস্ট করা সেই ছবিতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। দক্ষিণের আর এক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল কমেন্টে লিখেছেন, 'স্বর্গীয়ও বটে।' অ্যামি জ্যাকসন কমেন্টে লিখেছেন, 'খুব সুন্দর। স্বপ্নের রাজকন্যা।' বহু তারকাদের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন সামান্থা (Samantha Ruth Prabhu) ।