Samantha Ruth Prabhu: 'ভালবাসার বিনিময়ে টাকা নয়', বিশাল অঙ্কের খোরপোশ পেলেও নিতে চাননি সামান্থা
Samantha Ruth Prabhu News: ২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর। তাঁরা দুজনে মিলেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন

কলকাতা: তাঁদের বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন। শুধু তাই নয়, নতুন জীবন শুরু করেছেন আর একজন। বিয়ে করে, শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন সংসার শুরু করেছেন নাগা চৈতন্য (Naga Chaitanya)। সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এখন তাঁর জীবনে অতীত। তবে বিবাহ বিচ্ছেদের সময় এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন সামান্থা, যা জানেন না অনেকেই। জানতে অনেকেরই সম্মান হবে অনেকেরই। দক্ষিণী এই অভিনেত্রী নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে নিয়েছিলেন বড় পদক্ষেপ।
২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর। তাঁরা দুজনে মিলেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি যুজবেন্দ্র চাহল ও ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ হয়েছে। এই বিচ্ছেদের পরে ধনশ্রী নাকি ৪.৭৫ কোটি কাটা পাচ্ছেন চাহলের তরফ থেকে। কিন্তু জানেন কি, বিবাহ বিচ্ছেদের সময়, নাগা চৈতন্য নাকি সামান্থাকে দিতে চেয়েছিলেন, ১-২ কোটি নয়, ২০০ কোটি টাকা! তবে সেই টাকা নেননি সামান্থা। তিনি নিজে যেমন টাকা চাননি, নাগা তাঁকে টাকা দিতে চাইলেও না নিতে নারাজ ছিলে অভিনেত্রী। অনেকেই বলেছিলেন সামান্থার অন্তত ৫০ কোটি টাকা খোরপোশ নেওয়া উচিত। কিন্তু সামান্থা এই বিবাহ বিচ্ছেদের পরে এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি মনে করেছিলেন, ভালবাসার বদলে কখনও টাকা দেওয়া যায় না। যে সম্পর্কই ভেঙে গিয়েছে, সেখান থেকে আর টাকা নিতে চাননি সামান্থা।
অন্যদিকে, সদ্য, সোশ্যাল মিডিয়ায় সদ্য একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সামান্থা। প্রত্যেকটা ছবিই তাঁর কাজের। কখনও আবার একান্তে প্রিয় খাবারে মজে তিনি। আর সোশ্যাল মিডিয়ায় সামান্থার এই ছবি দেখে অনুরাগীদের চোখ গিয়েছে অন্যদিকে। সামান্থার হাতের ট্যাটুর দিকে। হাতের কবজিতে সামান্থার যে ট্যাটু ছিল, তা অনেকটাই মিলিয়ে গিয়েছে। সামান্থার তাকে দুটি তীরচিহ্নের ট্যাটু ছিল। এই ট্যাটুর অর্থ হল সুন্দর একটা বন্ধন। অন্যদিকে নাগা চৈতন্যের হাতেও ছিল সেই একই ট্যাটু। সামান্থা ও নাগা যে সুন্দর সম্পর্ক শেয়ার করতেন, সেই সম্পর্ককেই ফুটিয়ে তুলেছিল সেই ট্যাটু। কিন্তু নাগার সেই চিহ্ন কী এবার মুছে ফেলতে চাইছেন সামান্থা? নেটিজেনরা মনে করছেন, তিনি সম্ভবত ট্যাটু মুছে ফেলার পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই কারণে তাঁর ট্যাটু অনেকটাই হালকা। আগামী কিছু দিনে হয়তো তা মুছেও যাবে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'হে ভগবান, কখনও নিজের সঙ্গীর নামে ট্যাটু করানো উচিত নয়। কারণ যখন বিচ্ছেদ হয় আর এই ট্যাটু মুছে ফেলতে হয়... সেটা হয়ে দাঁড়ায় ভীষণ বেদনাদায়ক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
