Sana Khan: বিয়ে করবেন বলে ছেড়েছেন বলিউড, এবার প্রিয়জনকেই হারিয়ে ফেললেন অভিনেত্রী
Sana Khan News: সানা খানের মায়ের মৃত্যুর খবর শুনেই তাঁর স্বামী আনাস সইদ তাঁর বাড়িতে পৌঁছেছিলেন

কলকাতা: প্রিয়জনকে চিরকালের জন্য হারালেন সানা খান (Sana Khan)। মঙ্গলবার দীর্ঘ অসুস্থতার পরে প্রয়াত হয়েছেন, অভিনেত্রীর মা মা সাইদা খান। ২৪ জুন, সানা তাঁর মায়ের মৃত্যুর খবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার রাতেই সানা খানের মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সানা সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর জানাতেই পাশে দাঁড়িয়েছেন বলিউডের বিভিন্ন বন্ধুরা। সানা খানের মায়ের মৃত্যুর খবর শুনেই তাঁর স্বামী আনাস সইদ তাঁর বাড়িতে পৌঁছেছিলেন। তিনিই তাঁর শাশুড়ির শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করেন এবং স্ত্রীকে সামলাতেও দেখা যায়।
সানা খানের বাড়িতে গিয়েছিলেন জান্নাত জুবের
জান্নাত জুবেরও সানা খানের সঙ্গে দেখা করতে এবং তাঁর মাকে শেষ বিদায় জানাতে গিয়েছিলেন। এই সময় অভিনেত্রী-কে সাদা পোশাকে দেখা যায়। অভিনেত্রী-কে মাথায় ওড়না পরে থাকতে দেখা যায়। তাঁর একটি ভিডিও-ও সামনে এসেছে, যেখানে তিনি সানা-র স্বামী আনাস সইদের সঙ্গে কথা বলছেন।
View this post on Instagram
গওহর খানও তাঁর স্বামীর সঙ্গে পৌঁছেছিলেন
অভিনেত্রী গওহর খানও এই কঠিন সময়ে সানা খানকে একা ছাড়েননি। দ্বিতীয়বার মা হতে চলেছেন, এমন অবস্থায় অভিনেত্রী তাঁর স্বামী, জাইদ দরবারের সঙ্গে সানার বাড়িতে পৌঁছেছিলেন। এই সময় তাঁর মুখে স্পষ্ট ছিল বেদনার ছাপ। বন্ধুকে সামলাতেই সানার বাড়িতে পৌঁছেছেন তিনি।
View this post on Instagram
সানা-র মায়ের শেষযাত্রায় জিশান সিদ্দিকীও উপস্থিত ছিলেন
বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকী সানা খানের মায়ের নামাজ-এ-জানাজায় অংশ নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে জিশান সিদ্দিকিকে বলতে শোনা যায়- 'এটা পরিবারের জন্য কঠিন সময়, আমার সমবেদনা তাঁদের সঙ্গে আছে। ঈশ্বর যেন সানার মায়ের স্বর্গলাভ করান।' এছাড়াো মুনাব্বর ফারুকীর স্ত্রী, মেহজাবীন ফারুকী তাঁর বাড়িতে পৌঁছেছিলেন। সাদা রঙের সাধারণ একটি পোশাক পরে অভিনেত্রীর মুখ ছিল ভারাক্রান্ত।
View this post on Instagram






















