Sanchari Mondal: এবার বড়পর্দায় সঞ্চারী, ১৫ বছরের স্বপ্নপূরণ হল ইন্ডাস্ট্রির এক 'বন্ধু'-র হাত ধরেই
Sanchari Mondal in Big Screen: জিৎ আর সঞ্চারী দীর্ঘদিনের বন্ধু। একটা সময়ে একসঙ্গে অভিনয় করতেন তাঁরা

কলকাতা: দীর্ঘদিন থেকেই ধারাবাহিকে কাজ করছেন তিনি। বিশেষ করে নেতিবাচক চরিত্রে ধারাবাহিকের খুব জনপ্রিয় নাম সঞ্চারী মণ্ডল (Sanchari Mondal)। শেষবাধ সঞ্চারীকে দেখা গিয়েছিল 'বুলেট সরোজিনী' ধারাবাহিকে। তবে এবার, বড়পর্দায় দেখা যেতে চলেছে তাঁকে। জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)-র আগামী সিনেমা 'বাবা'-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে সঞ্চারীকে। আর সেই সিনেমার শ্যুটিং করতে গিয়েই, ১৬ বছর আগেকার অজানা গল্প শোনালেন সঞ্চারী।
জিৎ আর সঞ্চারী দীর্ঘদিনের বন্ধু। একটা সময়ে একসঙ্গে অভিনয় করতেন তাঁরা। সেই জিৎ এখন পরিচালক, প্রযোজক ও। বন্ধুর প্রথম প্রযোজনায় কাজ করতে পেরে উৎফুল্ল সঞ্চারী। সোশ্যাল মিডিয়ায় সঞ্চারী ফিরিয়ে এনেছেন, ১৫-১৬ বছরের স্মৃতি। একটা সময়ে 'কাছের মানুষ' ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতেন সঞ্চারী আর জিৎ। সেই সময়ে তাঁরা কেরিয়ারের একেবারে শুরুর দিকে। মনিটরের পিছনে বসে থাকতেন সঞ্চারীর মা। মনে ভয়, মেয়ে অভিনয়কে কেরিয়ার হিসেবে নিতে পারবে তো? সেই সময়ে সাহস যোগাতেন বন্ধু জিৎ। সঞ্চারীর মা-কে সাহস জুগিয়ে বলতেন যে, সবাই আছে... কেরিয়ার তৈরি হয়েই যাবে।
তারপরে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। বিভিন্ন ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন সঞ্চারী। নিজের কেরিয়ার নিয়ে মগ্ন থেকেছেন জিৎ ও। এরপরে, জিৎয়ের হাত ধরেই সঞ্চারীর আবার বড়পর্দায় ফেরা। আবেগে ভাসছেন সঞ্চারী, তাঁর মনে হচ্ছে, পৃথিবীটা গোল। ১৫ বছর আগে দেখা স্বপ্ন পূরণ হচ্ছে যেন। সঞ্চারী লিখছেন...
'সত্যিই এই পৃথিবীটা গোল। আজ থেকে ১৫-১৬ বছর আগে আমরা যখন নিজেদের কেরিয়ার নিয়ে স্বপ্ন দেখতাম। একটা কল্পনার জগৎ তৈরি হত। ভাবতাম এগুলো শুধুই স্বপ্ন, সত্যি হবে কি? আমার মা মনিটরের সামনে বসে, আমি আর আমার বন্ধু একই স্ক্রিন শেয়ার করছি। মা এর মনে ভয়, মেয়ের দেখা স্বপ্নকে তিনিও তাঁর নিজের করে নিয়েছে তখন। ভয় কাটিয়ে সাহস যুগিয়ে আমার এই বন্ধু বলেছিল - 'চিন্তা কোরো না কাকীমা, আমরা সবাই আছি তো।' আজ একটু একটু করে আমাদের দেখা স্বপ্নগুলো সত্যি হচ্ছে। আজ আমার বন্ধু একাধারে প্রযোজক এবং পরিচালক। আমার মা আবারও আমার শুটিং ফ্লোরে, আমার এই বন্ধুর আবদারে। আজ আমার মায়ের সাহস আমি, আর আমার বন্ধু তার স্বপ্নপূরণ করেছে। আমি তার এই স্বপ্নপূরণে আজ সঙ্গে আছি। আমার বন্ধু জিৎ তো জিতলোই, সঙ্গে আমরা সবাই জিতলাম। কারন আজ এই ইউনিটের সেই সব মানুষগুলোই আছে, যারা তখন আমাদের দিবাস্বপ্নে চোখের সামনে থাকতো। জিৎ, শুধু তুই না। আজ আমরা একসঙ্গে জিতে গেলাম এবং জিতব।আর একটা কথা আমাদের সেই ১৫ ১৬ বছর আগে করা প্রোজেক্টের নাম ছিলো 'কাছের মানুষ' আর একটা গানের লাইন ছিলো 'আমি কার কে আমার কাছের মানুষ' এতো টাই বাস্তব লাইনটা যখন আমার বিয়ের পিঁড়ি ধরেছিলিস তোরা তখন বুঝে ছিলাম রক্তের নয় আমরা 'কাছের মানুষ'।
View this post on Instagram


















