এক্সপ্লোর
Advertisement
বালির ওপর ফুটে উঠল সুশান্তের অবয়ব! শেষ শ্রদ্ধা জানালেন সুদর্শন
আজ মুম্বইতে সম্পন্ন হবে সুশান্তের শেষকৃত্য। বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক সুশান্তকে শেষ সম্মান দিতে বালির ওপর ফুটিয়ে তুললেন তাঁর অবয়ব।
নয়াদিল্লি: রবিবার দুপুরে হঠাৎ দুঃসংবাদ। বান্দ্রার ফ্ল্যাটে নিজের ঘর থেকে উদ্ধার হল সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ! ময়নাতদন্তের রিপোর্ট বলছে, গলায় ফাঁস লেগে মারা গিয়েছিলেন সুশান্ত। ঘর থেকে মিলেছে ক্লিনিক্যাল ডিপ্রেশান ও ঘুমের ওষুধ। ৩৪ বছরের সম্ভবনাময় কেরিয়ারের পরেও কেন সুশান্তের মনে বাসা বেঁধেছিল অবসাদ? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে শোকস্তব্ধ অনুরাগী থেকে সহকর্মীদের মনে। আজ মুম্বইতে সম্পন্ন হবে সুশান্তের শেষকৃত্য। বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক সুশান্তকে শেষ সম্মান দিতে বালির ওপর ফুটিয়ে তুললেন তাঁর অবয়ব।
আজ ট্যুইটারে একটি ভিডিও আপলোড করেন সুদর্শন। সেই ভিডিওতে বালু শিল্পের মাধ্যমে ধীরে ধীরে সুশান্তের মুখ ফুটিয়ে তুলছেন সুদর্শন। সেই সঙ্গে ছবির আঁকা শেষ করে লিখে দিচ্ছেন, রেস্ট ইন পিস, এস এস রাজপুত।
ভিডিওটি আপলোড করে সুদর্শন লেখেন,'সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে আমি অবাক ও শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। আমি আমার বালুশিল্পের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের আপনাকে মনে পড়বে স্যার। শান্তিতে থাকুন'
পড়ে রইল মুক্তি না পাওয়া ছবি, স্টারডম, অভিনয়, আরও অনেকটা জীবন! আজ মুম্বইতে অন্ত্যেষ্টি 'কাই পো চে'-র নায়কের। মৃত্যুতেই শেষ! বাকি রয়ে গেল সুশান্তের অনেক 'আনটোল্ড স্টোরি'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement