Hatyapuri: শীতের ছুটিতে আসছেন 'ফেলুদা' ইন্দ্রনীল, ঘোষণা হল 'হত্যাপুরী' মুক্তির তারিখ
'Hatyapuri' Release Date: চলতি বছরের ১৫ জুন প্রকাশ্যে আসে 'হত্যাপুরী'র প্রথম পোস্টার। সন্দীপ রায়ের হাত ধরে ৬ বছর পরে বড়পর্দায় ফিরছে ফেলুদা। এবার সন্দীপ রায়ের নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত।
কলকাতা: কথা ছিল শীতের ছুটিতেই সন্দীপ রায়ের (Sandip Ray) হাত ধরে ফের হাজির হবেন ফেলুদা (Feluda)। সেই মতই ঘোষণা করা হল 'হত্যাপুরী'র মুক্তির তারিখ (Hatyapuri Release Date)। সেই সঙ্গে প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার (New Poster)।
কবে মুক্তি পাচ্ছে 'হত্যাপুরী'
সন্দীপ রায়ের নতুন ফেলুদা নিয়ে জল্পনা শুরু থেকেই তুঙ্গে। এতদিন পর পর্দায় ফিরছে 'ফেলুদা'। তাও সন্দীপ রায়ের পরিচালনায়। কাকে দেখা যাবে মুখ্য চরিত্রে সেই নিয়েও আলোচনা জল্পনা হয়েছিল বিস্তর। ধীরে ধীরে সমস্ত তথ্যই আসে প্রকাশ্যে।
এবার জানা গেল ছবির মুক্তির তারিখ। আগেই জানা গিয়েছিল, শীতের ছুটিতে মুক্তি পাবে ছবি। এই বছরের ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সন্দীপ রায়ের 'হত্যাপুরী'। শুক্রবার ছবি মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে প্রকাশ্যে এল নতুন পোস্টারও। সেখানেই সকল চরিত্রের ডিজিট্যাল ঝলক মিলল।
'ঘোষাল মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট' নিবেদিত, 'শ্যাডো ফিল্মস'-এর সহ প্রযোজনায় এই ছবি মুক্তি পাবে। ফেলুদার চরিত্রে দেখতে পাওয়া যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indraneil Sengupta)। বাকি মূল চরিত্রগুলিতে দেখতে পাওয়া যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গুহ, আয়ুষ দাস, সাহেব চট্টোপাধ্যায়, ভরত কল প্রমুখকে। ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে কলকাতা ও পুরীতে।
View this post on Instagram
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ জুন প্রকাশ্যে আসে 'হত্যাপুরী'র প্রথম পোস্টার। সন্দীপ রায়ের হাত ধরে ৬ বছর পরে বড়পর্দায় ফিরছে ফেলুদা। এবার সন্দীপ রায়ের নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত। অভিনয় দেখে নয়, গল্প পড়ে মনে হয়েছিল, একদিন ফেলুদার চরিত্রে অভিনয় করবেন তিনি অর্থাৎ ইন্দ্রনীল। দীর্ঘ অভিনয় জীবনে এখনও পর্যন্ত একজনের কাছেই কাজ চাইতে গিয়েছিলেন তিনি। সেই পরিচালক হলেন সন্দীপ রায়, আর যে চরিত্রের জন্য অভিনেতা কাজ চাইছে গিয়েছিলেন, সেটি হল 'ফেলুদা'।