এক্সপ্লোর
Advertisement
মিটল সংগীত ও মেহেন্দি পর্ব, আজই বিয়ের পিঁড়িতে বসছেন বরুণ-নাতাশা
নাতাশা এবং বরুণ দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন। ২০২০ তে বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। দুই তারকার পরিবার গতকালই আলিবাগে পৌঁছে যায়। শনিবার সকালে আলিবাগের বিলাসবহুল রিসর্ট, দ্য ম্যানসার হাউজে ঢোকবার আগে পাপারাতজিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বরুণ।
মুম্বই: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। আজই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে আলিবাগে বসছে বিয়ের আসর। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আলিবাগে দ্য ম্যানসন হাউসে আজ সকালে পৌঁছে যান দুই পণ্ডিত।
নাতাশা এবং বরুণ দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন। ২০২০ তে বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। দুই তারকার পরিবার গতকালই আলিবাগে পৌঁছে যায়। শনিবার সকালে আলিবাগের বিলাসবহুল রিসর্ট, দ্য ম্যানসার হাউজে ঢোকবার আগে পাপারাতজিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বরুণ। সন্ধে নাগাদ শুরু হয় বিয়ের অনুষ্ঠান। গতকাল ছিল বরুণ-নাতাশার সংগীত ও মেহেন্দির আসর। করোনা আবহে ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারছেন বরুণ। জানা গিয়েছে সব মিলিয়ে অতিথি সংখ্যা মাত্র ২০০ জন।
বরুণ-নাতাশার সংগীত ও মেহেন্দির অনুষ্ঠানে সাবেকি পোশাকে সেজেছিলেন দেখা হবু বর এবং কনে। ছবিতে দেখা যায, হবু বর পরে আছেন ক্রিম রঙের কুর্তা-পাজামা ও তার সঙ্গে মানানসই জ্যাকেট। বরুণের চোখে ছিল গোলাপি রঙের রোদচশমা। ছবিতে দেখা যায় ডিজাইনার মণীশ মালহোত্রা,বরুণের দাদা রোহিত ধাওয়ান, পরিচালক কুণাল কোহলিকে।
করোনা আবহে বিয়ের অনুষ্ঠানে একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। পাপারাৎজির ক্যামের থেকে দূরে থাকতে চাঁদোয়া দিয়ে ভেন্যুতে মুড়ে ফেলা হয়েছে। মানতে হবে বায়ো-প্রোকোটল। ভেন্যুর অন্দরে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। এদিকে ব্যাচেলার পার্টি করতে গিয়ে শুক্রবার দুর্ঘটনার কবলে পড়েন বরুণ ধাওয়ান। যদিও চোট তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছে। গাড়িতে উপস্থিত কারুরই কোনওরকম চোট লাগেনি। তাই দুর্ঘটনার জেরে বিয়ের আনন্দে যে কোনওরকম বিঘ্ন ঘটেছে তা বলা যাবে না। পুরোদস্তুর চনমনে মেজাজেই দেখা গিয়েছিল বরুণকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement