এক্সপ্লোর
Advertisement
'বিটারসুইট' অনুভূতিটা কেমন এখন বুঝি, সুশান্তের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করে স্মৃতিচারণ সঞ্জনার
'দিল বেচারা'র কিজির কথায়, ''এতদিন 'বিটারসুইট' কথাটার মানেই বুঝিনি, সুশান্ত মৃত্যুর পর এখন ভালভাবে টের পাই। ''
মুম্বই:'যখনই শুটিং করতে করতে হাঁপিয়ে উঠতাম, সুশান্ত হাত বাড়িয়ে দিত। ও সবসময় তৈরি থাকত।'
আবারও স্মৃতি হাঁতড়ে অতীতে ফিরে গেলেন সঞ্জনা সাঙ্ঘি। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে 'দিল বেচারা'। প্রকাশ্যে এসেছে গান, ট্রেলার। তা দেখে উচ্ছ্বসিত দর্শক।
'দিল বেচারা'র কিজির কথায়, ''এতদিন 'বিটারসুইট' কথাটার মানেই বুঝিনি, সুশান্ত মৃত্যুর পর এখন ভালভাবে টের পাই। ''
সঞ্জনা সোশ্যাল নেটওয়ার্কিং এ পোস্ট করে বলেন, সুশান্তের সঙ্গে কাটানো সময়ের কথা মনে করা যতটা কঠিন, ততটাই মিষ্টি ও শান্ত একটা অনুভূতি।
ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সঞ্জনা লেখেন, " মনে পড়ছে আমি বলেছিলাম, যখনই দুটি কঠিন দৃশ্যের শুটিং এর মাঝে একটু ফাঁকা সময় পেতাম, তখনই ও বলত, চলো একটু ডান্স করি? " এটাই আমি বলতে চেয়েছিলাম। আমি বুঝতাম না, লোকে 'বিটারসুইট' বলতে ঠিক কী মনে করে, এখন সুশান্ত চলে যাওয়ার পর বুঝি। "
পরিচালক মুকেশ ছাবরার প্রথম ছবি 'দিল বেচারা'। এতে অভিনয় করেছেন সুশান্ত সিংহ রাজপুত, সঞ্জনা সাঙ্ঘি, স্বস্তিকা মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ২৪ জুলাই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement