এক্সপ্লোর
সঞ্জয় দত্তর কন্যা ত্রিশলার নতুন ছবি নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়

নয়াদিল্লি:বলিউড তারকা সঞ্জয় দত্তর মেয়ে ত্রিশলা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় ছবি পোস্ট করে নজর কেড়েছেন। ছবিতে ত্রিশলাকে সাদা রঙের পোশাকে পোজ দিতে দেখা গিয়েছে। বলাই বাহুল, ছবিতে দারুন লাস্যময়ী ত্রিশলা।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি বেশ সাড়া ফেলেছে। লাইক, কমেন্ট এসেছে প্রচুর। অনেকের কমেন্ট থেকে স্পষ্ট, তাঁরা বলিউডে ত্রিশলার অভিষেকের অপেক্ষায় রয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি বলিউডের একের পর এক তারকা সন্তান সিনেমায় পা রাখছেন। সারা আলি খান, জাহ্নবী কপূরের পর এবার সঞ্জয় দত্তর কন্যারও অভিষেক হতে চলেছে বলে অনেকেরই অনুমান। ত্রিশলা যে ফ্যান-অ্যাট্রাকশন তৈরি করতে আগ্রহী, তা তাঁর ইন্সটাগ্রাম পোস্ট থেকেই স্পষ্ট। সেখানে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবিগুলি তাঁর সৌন্দর্যর সঙ্গে স্টাইলের মিশেল অনুরাগীদের মনে ঝড় তুলেছে। উল্লেখ্য, নিউইয়র্কের জন জে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিস থেকে আইনে স্নাতক ত্রিশলা।???? #brunchvibes #beachday A post shared by Trishala Dutt (@trishaladutt) on
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















